তিন বছর আগে মাইক্রোসফটের কাছ থেকে মালিকানা কেনার পর এইচএমডি গ্লোবাল সর্বপ্রথম যে সেটটি ঘোষণা করেছিল সেটি হলো নোকিয়া 150(TA-1235)।
মনে করা হচ্ছে তিন বছরের পুরনো এই সেটটি 4G ফিচার ফোন হিসেবে নতুনভাবে রিলিজ করবে এইচ.এম.ডি গ্লোবাল।
কি কি ফিচার থাকছে এই নোকিয়া ফোন টাতে ?
ফোনটিতে ডুয়াল সিম স্লট থাকবে।
হার্ডওয়্যার সম্বন্ধে বিস্তারিত কিছু জানা যায়নি।
আরও জানুন : এয়ারটেল এর এই চারটি প্রিপেড প্ল্যান অবাক করার মতো ! এত কম টাকায় এই বেনিফিট !
তবে মনে করা হচ্ছে 2.4 ইঞ্চি কালার ডিসপ্লে, LED ফ্ল্যাশ সমেত VGA ক্যামেরা,
এই সেটটি KaiOs দ্বারা পরিচালিত হবে।
দাম হবে মোটামুটি 30 US ডলার থেকে 42 US ডলারের কাছাকাছি।
এছাড়াও, নোকিয়া 125(TA-1253) সেটটিও নতুনভাবে 4G রেডি সেট হিসেবে রিলিজ হবে যার দাম হবে 35.90 US ডলার।