প্রাথমিকভাবে লঞ্চ হওয়ার কথা ছিল 26 শে মার্চ । তারপর থেকে দেশজুড়ে লকডাউনের জন্য ক্রমাগত পিছিয়ে গেছে রিয়েলমির এই নতুন সিরিজ ।
অবশেষে জানা যাচ্ছে লঞ্চ করা হবে মে মাসের 11 তারিখ । অর্থাৎ আর মাত্র কয়েকদিন পর অবশেষে হতে চলেছে অপেক্ষার অবসান।
রিসেন্টলি এই বিষয়ে টুইট করে জানান রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ।
আর অবশ্যই এই অনলাইন ইভেন্টের লাইভ স্ট্রিমিং শেয়ার করেছেন মাধব শেঠ তার টুইটের সাথেই !
সারা দেশজুড়ে অরেঞ্জ আর গ্রীনজোনে এখন ডেলিভারি শুরু করে দিয়েছে আমাজন আর ফ্লিপকার্ট এবং বেশিরভাগ ই-কমার্স ওয়েবসাইট গুলোই।
আরও জানুন : হিপ হপের জন্মের 44 তম বার্ষিকী উদযাপন ! গুগল ডুডল পপুলার গেম সিরিজের আজকের ডুডল !
তাই এই মুহূর্তেই লঞ্চ করতে চাইছে রিয়েলমি তাদের নতুন এই সিরিজ। এবার দেখার কাস্টমাররা কেমন গ্রহণ করেন তাদের এই নতুন প্রোডাক্ট!