খুব শীঘ্রই WhatsApp-এ আসছে Send Image as Sticker ফিচার, ছোট্ট হলেও খুব ইন্টারেস্টিং এই ফিচারটি

Send Image as Sticker
Send Image as Sticker (Image : WABetaInfo)

বিগত কয়েক মাস ধরে হোয়াটসঅ্যাপ (WhatsApp) একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে তাদের প্লাটফর্মে। আর এই ফিচার গুলি প্রচন্ড রকমের সুবিধা প্রদান করছে সকল ইউজারদেরই। আমরা যেমন Disappearing Message ফিচারটিকে উপভোগ করেছি তেমনই হোয়াটসঅ্যাপের Voice Message Speed ফিচারটিকেও প্রচন্ড রকম ভাবেই ব্যবহার করছি। 

এবার জানা যাচ্ছে হোয়াটসঅ্যাপ তাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য নতুন ফিচার নিয়ে আসতে চলেছে। আর এই ফিচারটিও খুব ইন্টারেস্টিং। এই ফিচারটির সাহায্যে যেকোনো ছবিকে আমরা স্টিকার হিসাবে শেয়ার করতে পারবো।

আরও একটি দারুন ফিচার নিয়ে আসছে WhatsApp

এই বিষয়ে বিস্তারিত আমরা জানতে পারছি WABetaInfo-র পক্ষ থেকে। আর এই ফিচারটার নাম দেওয়া হয়েছে “সেন্ড ইমেজে এজ স্টিকার” (Send Image as Sticker)। এখনো পর্যন্ত এই ফিচারটি ডেভেলপমেন্ট পর্যায়েই রয়েছে। মনে করা হচ্ছে খুব শিগগিরই WhatsApp Beta টেস্টারদের মধ্যে এভেলেবেল করে দেওয়া হবে এই ফিচারটিকে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাজ করে এই ফিচার!  

জেনেনিন : YouTube Application-এ এই নতুন Translate ফিচারটি খেয়াল করেছেন? খুবই সুবিধা হবে সকলেরই

কীভাবে কাজ করে এই ফিচার?  

এই ফিচারটিকে রোল আউট করে দেওয়া হলে WhatsApp Web এবং ডেক্সটপ এর সাহায্যে যখন আমরা কোন ছবি পাঠাবো তখন সেই ছবির ক্যাপশন বারের পাশে একটি স্টিকার আইকন দেখা যাবে। সেই অপশন টিতে ট্যাপ করলে ছবিটা স্টিকার হিসেবে পাঠানো যাবে। 

কবে রোল আউট করা হবে এই ফিচারটি?

এখনো পর্যন্ত এই ফিচারটি হোয়াটসঅ্যাপের বিটা টেস্টারদের মধ্যেও এভেলেবেল করা হয়নি। তাই এখনই বলা সম্ভব না কবে এই ফিচারটি roll-out করা হবে। তবে হোয়াটসঅ্যাপ খুব বেশি যে দেরি করবে না এই ফিচারটির রোলআউট করতে তা বোঝায় যাচ্ছে। খুবই ছোট্ট এই ফিচার হলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের দারুন সুবিধা প্রদান করবে।