12 টি 5G Bands সহ শীঘ্রই আসছে Xiaomi 11 Lite NE 5G স্মার্টফোনটি, জেনেনিন স্পেসিফিকেশন্স, লঞ্চ ডেট ও সম্ভাব্য দাম

Xiaomi 11 Lite NE 5G
Xiaomi 11 Lite NE 5G (Image : Xiaomi)

এই মাসের 29 তারিখে Xiaomi ভারতে লঞ্চ করতে চলেছে Xiaomi 11 Lite NE 5G স্মার্টফোনটি। আর এই স্মার্টফোন সম্পর্কে শাওমি একটি টুইট করেছে। যা চারিদিকে হৈচৈ ফেলে দিয়েছে। শাওমি স্মার্ট ফোনের মধ্যে রাখছে বারোটি 5G ব্যান্ড। যেটা নিঃসন্দেহে খুবই ভালো খবর সকল ফাইভ জির প্রতি আগ্রহী ক্রেতাদের জন্য। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের স্পেসিফিকেশনস কেমন হতে চলেছে। 

Xiaomi 11 Lite NE 5G স্পেসিফিকেশন্স

Xiaomi 11 Lite NE 5G স্মার্টফোনের মধ্যে রয়েছে 6.5 ইঞ্চি AMOLED স্ক্রিন। পাওয়া যাবে FHD+ রেজুলিউশনের সাপোর্ট। পাওয়া যাবে 90Hz এর রিফ্রেশ রেট এবং তার সাথে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে এই স্মার্টফোনটিতে। সেগুলি হল 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেল এর আল্ট্রা-ওয়াইড সেনসর ও 5 মেগাপিক্সেলের টেলিম্যাক্রো সেন্সর। সেলফি ক্যামেরা হিসাবে এই স্মার্টফোনে পাবেন 20MP-এর সেলফি ক্যামেরা।  

জেনেনিন : খুব শীঘ্রই WhatsApp-এ আসছে Send Image as Sticker ফিচার, ছোট্ট হলেও খুব ইন্টারেস্টিং এই ফিচারটি

এবার আমাদের লক্ষ্য থাকবে ব্যাটারির ব্যাপারে। স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে 4250mAh-এর ব্যাটারি। রয়েছে 33W এর ফাস্ট চার্জিং সাপোর্ট। প্রসেসর হিসাবে এই স্মার্টফোনে রয়েছে Qualcomm Snapdragon 778 প্রসেসর। মনে করা হচ্ছে ভারতে এই স্মার্টফোনটি 6GB+128GB, 8GB+128GB, 8GB+256GB স্টোরেজ ভেরিয়েন্টের সাথে উপলব্ধ হবে। 

পাওয়া যাবে UFS 2.2 স্টোরেজ ভেরিয়েন্ট ও LPDDR4X RAM এর সুবিধা। আর স্মার্টফোনটি বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে আসবে এমনটাই জানা যাচ্ছে। যেমন – Truffle Black, Snowflake White, Bubblegum Blue ও Peach Pink। মনে করা হচ্ছে এর দাম থাকবে 22,000 টাকার আশে-পাশেই। 

স্মার্টফোনটিকে ভারতে লঞ্চ করা হচ্ছে আগামী 29 তারিখে অর্থাৎ এই মাসেরই 29 তারিখে। অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন বাকি। বিক্রি করা হবে অফিসিয়াল মি স্টোর ও Amazon থেকে।