উপস্থিত বুদ্ধির জোরে 90 হাজার টাকা খোয়ানো থেকে বাঁচলেন এক ব্যক্তি, আপনিও সচেতন থাকুন এইভাবে

ইন্টারনেটের যুগে আমরা যতই সুবিধা গ্রহণ করি না কেনো এর জন্য রীতিমতো ঠকে যাওয়ার ঘটনাও ঘটে চলেছে একের পর এক। এমনই এক ঠকে যাওয়ার ঘটনা থেকে খুব সুন্দর ভাবে নিজেকে বাঁচাতে পেরেছেন ইউনাইটেড কিংডমের এক ব্যক্তি। তিনি 9000 পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 90,500 টাকা বাঁচিয়েছেন স্ক্যামারের হাত থেকে। আর তারই সাথে আমাদের দেখিয়ে দিয়েছেন কতটা সচেতন থাকা প্রয়োজন বর্তমানে।  

উপস্থিত বুদ্ধির জোরে 90 হাজার টাকা খোয়ানো থেকে বাঁচলেন এক ব্যক্তি

ঘটনাটি সূত্রপাত ইউকের মাইকেল গ্রীফথস এর কাছে হোয়াটসঅ্যাপে এক মেসেজ আসা থেকে। যে মেসেজে তার মেয়ের করছে এমন বলা হয় প্রথমে।হোয়াটসঅ্যাপে তার মেয়ের নাম করে হঠাৎ করে তার কাছে একটা এসএমএস আসে। যেখানে প্রথমে তাকে বলা হয়, “আমি সোফি বলছি। আমি আমার ফোন হারিয়ে ফেলেছি এবং এখনো খুঁজে পাচ্ছিনা সেটাকে। পুরনো ফোনটিকেই ব্যবহার করছি। এই নাম্বারটি কে সেভ করে নাও।”

এটা শুনে তিনি তার মেয়ের নাম্বার ভেবে সেভ করে নেন। এর পরেই সোফি নামের সেই জন তাকে জানায় যে ফোনের ব্যাংকিং অ্যাপ্লিকেশন টিকেও তিনি একসেস করতে পারছেন না। এদিকে বিল পাঠাতে হবে। তিনি তার বাবার কাছ থেকে 900 পাউন্ড চেয়ে বসেন। এই ঘটনায় সচেতন হয়ে যান মাইকেল। পরে তিনি তার মেয়েকে যাচাই করে নিতে জিজ্ঞাসা করেন তার পুরনো ফোনে রিং করে তার মা খুঁজতে সাহায্য করবে কি? তখন তাকে বলা হয় সেটার প্রয়োজন নেই, ফোনটার ব্যাটারী শেষ হয়ে গেছে।  

জেনেনিন : লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল OnePlus Nord 2T স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, এখনই দেখেনিন খুঁটিনাটি

এরই মাঝে তাকে 30 মিনিটের মধ্যে টাকা পাঠানোর সময় বেঁধে দেন সোফি নামের সেই ঠক। নিজের উপস্থিত বুদ্ধি খাটাতে আর বেশি দেরি করেননি মাইকেল। তিনি জিজ্ঞাসা করেন “তোমার মিডিল নেম কি?” আর তখনই থতমত খেয়ে যায় সেই প্রতারক। বলতে না পারায় আর টাকা পাঠানোর মতো ভুল করেননি মাইকেল। 

মাইকেল এবং তার মেয়ে সেজে থাকা সেই ঠক ব্যক্তির হোয়াটসঅ্যাপ কথোপকথন টুইটারে শেয়ার করেছেন তার ছেলে জর্ডন পার্কার। আর সেই খবর সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ইন্টারনেটে প্রতারণার এইটা হল একটা অন্যতম উপায়। যেখানে প্রিয়জন সেজে টাকা চেয়ে বসেন অনেকেই। এইরকম পরিস্থিতিতে আপনিও সরাসরি টাকা পাঠিয়ে দেওয়ার মতো ভুল করবেন না।  

প্রথমে অবশ্যই তাকে যাচাই করে নিন। দেখেনিন তিনিই আপনার প্রিয়জন কিনা। না হলে আপনাকেও অনেক টাকা হারিয়ে ফেলতে হবে। অবশ্যই এই বিষয়ে সচেতন হয়ে যান। ইন্টারনেট ব্যাংকিং সম্পর্কিত আরো কিছু টিপস্ জেনে নিন এই আর্টিকেলে

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!