লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল OnePlus Nord 2T স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, এখনই দেখেনিন খুঁটিনাটি

OnePlus Nord CE 5G

সদ্য জানা গেছে OnePlus সংস্থা OnePlus Nord 2T স্মার্টফোন লঞ্চ করার জন্য বিশেষভাবে কাজ করে চলেছে। ইতিমধ্যে অনলাইনে স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স টিজ হয়েছে। চলুন দেরী না করে এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে সমস্ত কিছু।

OnePlus Nord 2T সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন?

এই স্মার্টফোনের মধ্যে পাওয়া যাবে 2400×1080 Pixels রেজুলিউশন যুক্ত 6.43-Inch Full HD+ AMOLED Display। একই সাথে থাকছে 90Hz Refresh Rate। এরই পাশাপাশি স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে MediaTek Dimensity 1300 Processor। স্টোরেজ হিসাবে পাবেন 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ।

তাছাড়াও স্মার্টফোনটি Android 12- OxygenOS 12 উপর নির্ভর করে পরিচালিত হবে বলে জানা গেছে। আরও থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যেখানে পাওয়া যাবে 50MP Primary Camera, 8MP Ultrawide Camera এবং 2MP Monochrome Sensor। তারই সাথে রয়েছে 32MP অসাধারণ সেলফি ক্যামেরা। 

জেনেনিন : 5000mAh ব্যাটারি, MediaTek Helio G95 প্রসেসর সহ লঞ্চ হয়ে গেল Micromax In Note 2, দেখেনিন স্পেসিফিকেশন্স, দাম ও সেল ডেট

এখানেই শেষ নয় এবার আমার ব্যাটারি পারফরমেন্সের দিকে নজর রাখবো। ব্যাটারি স্মার্টফোনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই স্মার্টফোনের মধ্যে ইনক্লুড থাকছে 4,500mAh ব্যাটারি। একই সঙ্গে রয়েছে 80W SuperVOOC প্রযুক্তি। যা স্মার্টফোনটিকে দ্রুত চার্জ প্রদান করতে সক্ষম। 

লঞ্চ Date কবে?

স্মার্টফোনটি কবে লঞ্চ হবে তা এখনও সংস্থার তরফ থেকে জানানো হয়নি। সদ্য পাওয়া খবর অনুযায়ী OnePlus Nord 2T এই বছরের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। স্মার্টফোনের দাম এবং কালার ভেরিয়েন্ট কেমন হবে তা এখনও অজানা। নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আপনার মতামত কি? তা অবশ্যই জানাতে ভুলবেন না।