এবার iPad এর জন্যও আসছে WhatsApp, খুশির হাওয়া আইপ্যাড ইউজারদের মধ্যে

whatsapp multi device for ipad users is in works will be rolled out soon

হোয়াটসঅ্যাপ (WhatsApp) অনেকদিন থেকেই তাদের মাল্টি ডিভাইস সাপোর্ট (Multi Device Support) নিয়ে কাজ করে যাচ্ছে। যেখানে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একই সাথে বেশ কয়েকটি ডিভাইসে ব্যবহার করার সুবিধা পাবেন সাধারণ ইউজাররা। এর ডিমান্ড তো অনেকদিন ধরেই করে আসছিলেন সকলেই। আর তার সাথে আরেকটা ডিমান্ড করে আসছিলেন বিশেষ করে আইপ্যাড ইউজাররা। বলা হচ্ছিল আইপ্যাডের জন্য নেটিভ হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন কে নিয়ে আসতে। যেখান থেকে সহজেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন সকলে। এবার মনে করা হচ্ছে আইপ্যাড ইউজারদের জন্য খুশির খবর আসতে চলেছে শীঘ্রই। 

এবার iPad এর জন্যও আসছে WhatsApp

জানা যাচ্ছে খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ নিয়ে আসতে পারে আইপ্যাডের জন্য তাদের WhatsApp অ্যাপ্লিকেশন। এই বিষয়ে আশার আলো দেখিয়েছেন খোদ হোয়াটসঅ্যাপের চিফ উইল ক্যাথকার্ট। তিনি এমন কিছু কথা বলেছেন যেখান থেকে এই বিষয়টা পরিস্কার যে হোয়াটসঅ্যাপও চাইছে আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন নিয়ে আসতে। 

জেনেনিন : উপস্থিত বুদ্ধির জোরে 90 হাজার টাকা খোয়ানো থেকে বাঁচলেন এক ব্যক্তি, আপনিও সচেতন থাকুন এইভাবে

“অনেকদিন ধরেই সকলে আইপ্যাডের অ্যাপ চেয়ে আসছেন। এটা করতে আমরা খুবই আনন্দ পাব”- এমনটাই জানিয়েছেন উইল ক্যাথকার্ট অতিসম্প্রতি The Verge-এর সাথে এক সাক্ষাৎকারে। অনেক দিন থেকে এই দাবি থাকলেও বিশেষত এই প্রযুক্তি আনার জন্য যে টেকনোলজির প্রয়োজন ছিল সেইটা তা ছিলনা হোয়াটসঅ্যাপের মধ্যে।

মাল্টি ডিভাইস সাপোর্টের সাথে সাথে তাই এখন আইপ্যাডের জন্য নতুন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন নিয়ে আসতে কোন সমস্যাই হবে না। এমনটাই জানিয়েছেন হোয়াটসঅ্যাপ চিফ। আর গত বছরই মার্ক জুকারবাগও জানিয়েছিলেন আলাদা করে আইপ্যাড এর জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে আসার কথা। তাই সমস্ত কিছু দেখে মনে করা হচ্ছে খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপের এক আইপ্যাড ভার্শন আমরা পেতে চলেছি। আর এটা সকল আইপ্যাড ইউজারদেরই অনেক সুবিধা প্রদান করবে। 

প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের Multi-Device সাপোর্টও এখনো বিটা পর্যায়েই রয়েছে। যার মধ্যে একই সাথে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কে চারটি ডিভাইসে ব্যবহার করতে পারছেন ইউজাররা। মেইন ডিভাইসে ইন্টারনেট কানেকশন না থাকলেও মেসেজ সিঙ্ক হতে কোন রকম সমস্যা হচ্ছে না। 

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!