Vivo নিয়ে আসছে T1 5G সিরিজ, লঞ্চের আগেই দেখেনিন স্পেসিফিকেশন্স ও সম্ভাব্য দাম

ভারতে ভিভো খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে তাদের নতুন T সিরিজের স্মার্টফোন। জানা যাচ্ছে আগামী মাসের অর্থাৎ ফেব্রুয়ারির 9 তারিখেই লঞ্চ করে দেওয়া হবে এই স্মার্টফোনটিকে। আর তারা এই লঞ্চের জন্য এমন একটা দিন বেচেছে যেদিন আবার রেডমি লঞ্চ করতে চলেছে তাদের Note 11 সিরিজ। তাই এই দুটোর মধ্যে ভালো রকমের টক্কর হবে বলে মনে করা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক কী জানা যাচ্ছে এই স্মার্টফোন সম্পর্কে এখনও পর্যন্ত।  

Vivo নিয়ে আসছে T1 5G সিরিজ

গত বছরেই এই সিরিজের স্মার্টফোনের চীনে লঞ্চ হয়ে গিয়েছিল। তখন থেকেই আমাদের দেশেও লঞ্চ হবে এমন শোনা যাচ্ছিল। অবশেষে অফিশিয়ালি ভিভোর পক্ষ থেকে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ ইভেন্ট সম্পর্কিত কিছু তথ্য দেওয়া হয়েছে। আর যেখান থেকে এই সিরিজ সম্পর্কে অনেক তথ্য জানতে পারছি আমরা। 

ডিসপ্লে হিসাবে এর মধ্যে থাকবে 6.7 ইঞ্চির ডিসপ্লে। যার মধ্যে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট। থাকবে LCD প্যানেলও। জানা যাচ্ছে আমাদের দেশের ভেরিয়েন্টের এই স্মার্টফোনটিকে থাকবে রেক্টাঙ্গুলার ক্যামেরা মডিউল। থাকবে টার্বো স্ক্রিন কুলিং সিস্টেম। যেটা থেকে নিশ্চিতভাবেই বলা যায় এর মধ্যে হাই রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে। 

জেনেনিন : এবার iPad এর জন্যও আসছে WhatsApp, খুশির হাওয়া আইপ্যাড ইউজারদের মধ্যে

ক্যামেরার কথা বলতে গেলে এই স্মার্টফোনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে T1 5G আমাদের দেশে আসবে 64 মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার সাথে। আর তারই সাথে থাকবে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও। প্রসেসর হিসেবে স্মার্টফোনটিকে পাওয়া যাবে Qualcomm Snapdragon 778G প্রসেসরটি। আর মনে করা হচ্ছে চিনি লঞ্চ হয়ে ভেরিয়েন্ট এর মতই ভারতেও 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ থাকবে এই স্মার্টফোনে।

এবার আসা যাক ব্যাটারির ব্যাপারে। স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি থাকছে। পাওয়া যাবে 48W এর ফাস্ট চার্জিং সাপোর্টও। থাকছে 3.5mm হেডফোন জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 

সম্ভাব্য দাম কত হতে পারে?

মিড রেঞ্জের এই স্মার্টফোনটির সম্ভাব্য দাম মনে করা হচ্ছে 25,000 টাকার মধ্যেই হয়ে যাবে। অথবা 25,000 টাকার আশেপাশেই থাকবে। তবে এর সমস্ত কিছু কনফার্ম হয়ে যাবে লঞ্চের পরেই।