এয়ারটেলে প্রায় 7500 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে গুগল, থাকবে এই বিশেষ কাজ করার লক্ষ্য ! কাস্টমাররা কি সুবিধা পাবেন ?

বিশ্বের এক অতি গুরুত্বপূর্ণ টেকনোলজি কোম্পানি গুগল (Google)। এবার এই বিশ্ববিখ্যাত টেক জায়ান্ট ইনভেস্ট করতে চলেছে ভারতী এয়ারটেলে (Bharti Airtel)। প্রায় 1 বিলিয়ন ইউএস ডলার ইনভেস্ট করতে চলেছে তারা এয়ারটেলে। বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজেই এই টাকা খরচ হবে এবং তাদের প্ল্যান রয়েছে কয়েক বছরের। সাধারণ কাস্টমাররাও এর সুবিধা উপভোগ করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত।  

এয়ারটেলে প্রায় 7500 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে গুগল

জানা যাচ্ছে গুগলের পক্ষ থেকে 1 বিলিয়ন ইউএস ডলার, অর্থাৎ প্রায় 7,500 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে ভারতী এয়ারটেলে। যার মধ্যে 700 মিলিয়ন অর্থাৎ প্রায় 5 হাজার 955 কোটি টাকার মতো ইকুইটি ইনভেস্টমেন্ট হিসেবে খরচ করছে তারা। এবং 300 মিলিয়ন ইউএস ডলার, যেটা প্রায় 2 হাজার 250 কোটি টাকা, তা তারা খরচ করবে বিভিন্ন রকম ভবিষ্যতের প্রজেক্টের জন্য।

এই 700 মিলিয়ন অর্থাৎ 5260 কোটি খরচ হবে এয়ারটেলের 1.28 শতাংশ ইকুইটি কিনতে।  যার জন্য শেয়ার প্রতি গুগল খরচ করছে 734 টাকা।পরবর্তীকালে এই 300 মিলিয়ন ইউএস ডলার অর্থাৎ প্রায় 2 হাজার 250 কোটি টাকা পাঁচ বছর ধরে গুগল এবং এয়ারটেল এর বিভিন্ন পার্টনারশিপ প্রোগ্রামের জন্য খরচ করা হবে। যার মধ্যে এই দুটো কোম্পানি বিভিন্ন ধরনের সস্তার প্রোডাক্ট তৈরি থেকে শুরু করে, এয়ারটেল কাস্টমারদের আরও অনেক বেনিফিট প্রদান করবে।  

জেনেনিন : মাত্র 1,499 টাকায় দীর্ঘ 28 ঘণ্টার ব্যাটারি লাইফ সহ লঞ্চ হয়ে গেল Boat Airdopes 111 Earbuds, দেখেনিন এর সমস্ত স্পেসিফিকেশন্স ও দাম

এমনকি এই দুটো বিখ্যাত কোম্পানি একসাথে কাজ করবে কানেক্টেড ইন্ডিয়া প্রোগ্রাম এর মধ্যেও। যার মধ্যে তারা দেশের ডিজিটাল ট্রানসফর্মেশন এর যাত্রাকে পুরোপুরি পরিবর্তন করে দিতে চেষ্টা করবে এমনটাই ধারণা করা হচ্ছে। তারা চেষ্টা করবে দেশের মধ্যে আরও সস্তা স্মার্টফোন নিয়ে আসতে। যেমনটা আমরা দেখেছিলাম রিলায়েন্স জিওর ক্ষেত্রেও গুগলকে সাহায্য করতে। এমনকি জানা যাচ্ছে গুগল এর পক্ষ থেকে এয়ারটেলকে সাহায্য করা হবে এই ধরণেরই সস্তার অ্যান্ড্রয়েড ডিভাইস প্রস্তুত করতে।  

আরেকটা বিষয় নিশ্চিত ভাবে বলা হচ্ছে রিলায়েন্স জিও এবং এয়ারটেলের সাথে গুগলের এই পার্টনারশিপ রীতিমতো পরিবর্তন আনতে চলেছে ভারতে ডিজিটাল মার্কেটে। এছাড়াও খুব শীঘ্রই ভারতে অফিশিয়ালি লঞ্চ হতে চলেছে 5G পরিষেবা। দেশজুড়ে এই পরিষেবা সাধারণ কাস্টমারদের মধ্যে ছড়িয়ে দিতেও সাহায্য করবে গুগল। তারই সাথে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে দেশের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার কেউ আমূল পরিবর্তন করতে সাহায্য করবে এয়ারটেলকে এই বিখ্যাত টেক জায়ান্ট। 

এইরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!