25 লক্ষের বেশি BGMI অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে Krafton, কারণ জেনে নিন আর সাবধান হয়ে যান

Battlegrounds Mobile India ShresthoTech BGMI

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) ভারতের অধিক জনপ্রিয় এক ব্যাটেল রয়েল গেম। পাবজি ব্যান হয়ে যাওয়ার পর পাবজির বিকল্প হিসাবেই বলা যায় এই ব্যাটেল রয়েল গেমকে লঞ্চ করা হয়েছে দেশে। ভারতে ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে Krafton-এর এই গেমটি। আর গেমের গুণমুগ্ধ ভক্তের সংখ্যাও কম নয়। 

কিন্তু তবুও বিভিন্ন সময়ে এই গেমকে অনেক ধাক্কার সম্মুখীন হতে হয়েছে। তারই মধ্যে একটা হল হ্যাকিং সংক্রান্ত সমস্যা। জানা যাচ্ছে এবার ক্রাফটন 25 লক্ষেরও বেশি ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার একাউন্ট ব্যান করেছে। আর এই বিপুল পরিমান একাউন্ট ব্যান করা হয়েছে অক্টোবরের 1 তারিখ থেকে নভেম্বরের 10 তারিখের মধ্যেই।  

25 লক্ষের বেশি BGMI অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে Krafton

মাত্র এক মাসের মধ্যেই ব্যান করা হয়েছে 25 লক্ষের বেশি BGMI একাউন্ট। আর এর কারণ তো সেই একটাই। যারা BGMI খেলেন তাদের এই বিষয়টার বলে দিতে হয় না যে এর মধ্যে হ্যাকিং সংক্রান্ত সমস্যায় জর্জরিত সকলেই। আর এই হ্যাকিং আটকাতেই এমন পদক্ষেপ গ্রহণ করেছে ক্রাফটন, এমনটাই জানা যাচ্ছে।  

2,519,692 টি BGMI একাউন্ট কে ব্যান করা হয়েছে। আর টেম্পোরারি সাসপেন্ড করা হয়েছে 706,319 টি একাউন্ট কে। আর Krafton এই কাজটি করছে গেমের মধ্যে ফেয়ার গেমপ্লে বজায় রাখতে এবং হ্যাকারদের দৌরাত্ম্য কমাতে। তার সাথে স্পামিং অ্যাকটিভিটিজ এর মাত্রা কমাতে। নিঃস্বন্দেহে এই পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোন উপায় নেই। বাড়ানো হয়েছে চিটিং ডিটেকশন এর এনহান্সমেন্ট। আর তার সাথে ইম্প্রুভ করা হয়েছে ব্যানিং মেকানিজম কেও। 

জেনেনিন : Airtel কাস্টমাররা পেয়ে যাবেন প্রতিদিন 500mb অ্যাডিশনাল Data, থাকছে আরও দুর্দান্ত বেনিফিট, মিস করবেন না

এমনকি যারা প্রথমবার গুরুতর চিটিং করছেন তাদেরকেও পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হচ্ছে। যারা ইললিগ্যাল প্রোগ্রাম ব্যবহার করে গেমপ্লে করছেন তাদেরকেও ব্যান করতে ভুলছে না ক্রাফটন। সেই জন্যই এই বিপুল পরিমাণ গেমার ব্যান হয়েছেন এক মাসের সামান্য বেশি সময়ের মধ্যেই। তাই এবার সাবধান। কোনো অসৎ উপায় অবলম্বন করলে আপনার একাউন্ট চিরতরে ব্যান হয়ে যাবে। 

প্রসঙ্গত উল্লেখ্য, ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার পর Krafton বহুপ্রতীক্ষিত পাবজি নিউ স্টেট লঞ্চ করে দিয়েছে দেশে। সেটাও ইতিমধ্যেই এক কোটির বেশি ডাউনলোড এর সংখ্যা পেরিয়ে গেছে। গেমের মধ্যে দুর্ধর্ষ ফিচারস রয়েছে। যেগুলো ইউনিক এক গেমিং এক্সপেরিয়েন্স প্রদান করবে। ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া খেলতে গিয়ে আপনাকে কি হ্যাকারদের সম্মুখীন হতে হয়েছে? এই বিষয়ে আপনার এক্সপেরিয়েন্স কেমন? জানাতে ভুলবেন না।

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।