মঙ্গল গ্রহে নেমেছে নাসার Perseverance যান, এইভাবে সেলিব্রেট করছে গুগল, এখুনি দেখেনিন

perseverance rover bangla
Perseverance, Image : NASA

আমরা প্রায়ই দেখি গুগল রিসেন্ট কিছু ঘটনা নিয়ে অসাধারন ডুডল  তৈরি করে। কারোর জন্মদিনই হোক বা কোন বিশেষ দিনকে স্মরণীয় করে রাখার জন্যই হোক – গুগলের এই প্রচেষ্টা আমাদের সবসময় অসাধারণ লাগে। সম্প্রতি মঙ্গল গ্রহে ল্যান্ড করেছে নাসার রোভার। এর নাম Persevernce এবং পৃথিবীর দিন অনুযায়ী এখনো 687 দিন সেটি মঙ্গল গ্রহে থাকবে এবং নানান পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাবে। 

কিভাবে সেলিব্রেট করছে গুগল!

নিঃসন্দেহে এটা একটি বিশাল মাইলস্টোন আর এই বিশাল মাইলস্টোন সেলিব্রেট করার জন্য Google এক অভিনব পদক্ষেপ নিয়েছে। আপনার স্মার্টফোনে হোক বা কম্পিউটারে, এখন যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন Perseverance অর্থাৎ এই রোভারটির নাম, তাহলে দেখবেন চারিদিক থেকে খুব সুন্দর সেলিব্রেটরি বাজি বা ফায়ারওয়ার্কস বেরিয়ে স্বাগত জানানো হবে আপনার সার্চকে। ঠিক এই ভাবেই মঙ্গল গ্রহে Perseverance রোভারের সাফল্য কে সেলিব্রেট করছে গুগল। কত দিন গুগল এই সেলিব্রেশন চালিয়ে যাবে সেটা এখনও সঠিক জানা যায়নি। তাই আর দেরি করবেন না। এখুনি সার্চ করে দেখুন।

প্রসঙ্গত উল্লেখ্য, 2020 সালের 30 জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল এই রোভারকে এবং এই মিশনের নাম ছিল Mars 2020। সেই দিন থেকে অবশেষে এই বছরের February মাসের 18 তারিখ ল্যান্ড করে মঙ্গল গ্রহে এবং নেমে ইতিমধ্যে সেখানকার ছবি পাঠাতে শুরু করে দিয়েছে এই রোভার।

জেনে নিন Redmi 9 Power এর আসছে এই নতুন ভ্যারিয়েন্ট, কেমন হবে সেটি?

এই রোভারের মধ্যে রয়েছে 19 টি ক্যামেরা, দুটি মাইক্রোফোন এবং সাতটি সাইন্টিফিক ইনভেস্টিগেশন ইন্সট্রুমেন্ট। এর মূল উদ্দেশ্য মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব সহ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়া।

আপনার কেমন লাগলো গুগলের এই সেলিব্রেশন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।