Vi নিয়ে এলো এক চমৎকার অফার, আপনি যদি Vi-এর কাস্টমার হয়ে থাকেন অবশ্যই নিউজটি একবার দেখুন

ভোডাফোন আইডিয়া অর্থাৎ Vi এর যে 148 টাকার প্ল্যান ছিল তার ভ্যালিডিটি বাড়ানো হল। এটি এখন প্রায় সকল Vi গ্রাহকদের জন্যই প্রযোজ্য। ওয়েস্ট বেঙ্গল সার্কেল এবং ভারতের বেশ কয়েকটি সার্কেলেই অফারটি এখন প্রযোজ্য।

কি কি সুবিধা থাকছে এই নতুন অফার টির মধ্যে?

ভোডাফোন-আইডিয়া অর্থাৎ Vi। তাদের 148 টাকার যে অফারটা ছিল সেটি বাড়ানো হচ্ছে ওয়েস্টবেঙ্গল সহ বেশ কয়েকটি  রাজ্যের ভোডাফোন আইডিয়ার কাস্টমার দের জন্য।

এই অফারটির মধ্যে থাকছে 1GB প্রতিদিন ডেটা ব্যালেন্স এবং এটির ভ্যালিডিটি থাকবে 28 দিন। এর সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং এবং  আপনি ব্যবহার করতে পারবেন Vi- মুভি এবং টিভি App। আর সঙ্গে পাবেন প্রতিদিন 100 টা করে SMS।

জিওর প্যাকের সাথে এই প্যাকের পার্থক্য!

আপনি যদি এই ভোডাফোন-আইডিয়ার 148 টাকার অফার টি ভারতের নামী টেলিকম কোম্পানি  জিওর সাথে তুলনা করেন তাহলে অবাক হয়ে যাবেন। জিও তে দেখবেন 149 টাকায় আপনি পাবেন 1 জিবি করে ডাটা প্রতিদিন ও আনলিমিটেড কলিং। কিন্তু ভ্যালিডিটি থাকবে মাত্র 24 দিন।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই আমরা লক্ষ্য করেছি ভোডাফোন আইডিয়া তাদের যে কাস্টমার গুলি আছে তাদেরকে ধরে রাখার জন্য একটি নতুন অফার চালু করে। যেখানে রাত 12 টা থেকে সকাল 6 টা পর্যন্ত প্রত্যেকদিন হাইস্পিড ইন্টারনেট ফ্রি করে দেওয়া হয় সমস্ত ভোডাফোন-আইডিয়া গ্রাহকদের জন্য। তারসাথে আরেকটি অফার দেওয়া হয় Vi গ্রাহকদের জন। যদি আপনি দিনের পুরো নেট ব্যবহার করতে না পারেন তাহলে যতটা ইন্টারনেট বাকি থাকবে সেটি আপনি weekend-এ পেয়ে যাবেন।

জেনে নিন : অভিনব পদ্ধতিতে আপনার ব্যাংকে থাকা টাকা নিমেষের মধ্যে গায়েব করছে হ্যাকাররা, কিভাবে সুরক্ষিত থাকবেন জেনেনিন, এই ভুল গুলি করবেন না

আবার, আমরা 2020 সালের ডিসেম্বরে দেখেছি ভোডাফোন -আইডিয়া তার 5.7 মিলিয়ন সাবস্ক্রাইবার হারিয়েছে। TRAI বলেছে 2020 এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে ভোডাফোন টোটাল 34.96 মিলিয়ন কাস্টমার হারিয়েছে। যদিও, আবার 2020 সালে Ookla এর গণনা অনুযায়ী জিও এবং এয়ারটেলের ইন্টারনেট স্পিড এর চেয়ে ভোডাফোন আইডিয়ার ইন্টারনেট স্পিড সবথেকে বেশি বলে ঘোষণা হয়।

সমস্ত দিক বিবেচনা করলে নিঃস্বন্দেহে Vi সমস্তরকম ভাবে চেষ্টাকরছে আরও ইউজার বেস বাড়ানোর জন্য। এর মধ্যে আপনি কোন টেলিকম সার্ভিস ব্যবহার করেন আমাদের জানাতে ভুলবেন না। সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।