দেখেনিন 500 টাকার মধ্যে দৈনিক 2GB Data বেনিফিট সহ Jio, Airtel এবং Vi-এর এই দারুন প্রিপেইড প্ল্যানস! মিস করবেন না

ইন্ডিয়ান মার্কেটে বিভিন্ন টেলিকম কোম্পানি ভিন্নরূপে গ্রাহকদের সুবিধার্থে দৈনিক 2GB করে Data অফার করে। আজকের আর্টিকেলে আমরা জেনে নেবো 500 টাকার মধ্যে Jio, Airtel, এবং Vi-এর 2GB Data বেনিফিট সুবিধা যুক্ত প্রিপেইড প্ল্যানস গুলোর সম্বন্ধে।

500 টাকার নীচে দৈনিক 2GB Data সহ Jio প্রিপেইড প্ল্যানস কোনগুলি?

1। Jio 249 টাকার প্রিপেইড প্ল্যান

এই রিচার্জ প্ল্যানের মধ্যে পাওয়া যাবে যেকোনো নেটওয়ার্কে সম্পূর্ণ বিনামূল্যে ভয়েস কলিং করার সুবিধা। একই সাথে থাকছে প্রতিদিন 100 টি SMS ব্যবহারের সুযোগ। তাছাড়াও প্রত্যেহ 2GB ইন্টারনেট ব্রাউজিংয়ের সুবিধা তো পাবেনই। প্ল্যানের মেয়াদ 23 দিন।

জেনেনিন : খুবই অল্প দামে দারুন ফিচারের সাথে লঞ্চ করে দেওয়া হল Dizo Watch 2 Sports, মিস করলে লস

2। Jio 299 টাকার প্রিপেইড প্ল্যান

রিলায়েন্স জিওর পরবর্তী রিচার্জ প্ল্যানটি হল 299 টাকার। এক্ষেত্রে থাকছে আগের প্ল্যানের মতোই একই সুবিধা। তবে রিচার্জ প্ল্যানের মেয়াদের ক্ষেত্রে রয়েছে পরিবর্তন। এটি 28 দিনের বৈধতা যুক্ত একটি রিচার্জ প্ল্যান।

3। Jio 499 টাকার প্রিপেইড প্ল্যান

এই প্ল্যানটিতে আপনি পেয়ে যাবেন Disney+ Hotstar বিনামূল্যে উপভোগের সুবিধা। একই সাথে রয়েছে প্রতিদিন 2GB Data ব্যবহারের সুযোগ। এছাড়াও আনলিমিটেড ভয়েস কল পরিষেবা পাওয়া যাবে। এরই পাশাপাশি থাকছে 100 টি SMS ব্যবহারের সুবিধা প্রতিদিনের জন্য। প্ল্যানের বৈধতা 28 দিন। তাছাড়াও Jio News, Jio Cinema, Jio TV উপভোগের সুবিধা তো রয়েছেই।

500 টাকার নীচে দৈনিক 2GB Data সহ Airtel প্রিপেইড প্ল্যানসগুলি কোনগুলি?

1। Airtel 359 টাকার প্রিপেইড প্ল্যান

এখন আমরা যে প্রিপেইড প্ল্যানের ব্যাপারে কথা বলবো সেটি হল Airtel সংস্থার 359 টাকার রিচার্জ প্ল্যান। এর মধ্যে পাওয়া যাবে প্রতিদিন 100 টি SMS ব্যবহারের সুযোগ। তারই সঙ্গে যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে ভয়েস কলিং সুবিধা। 

একই সাথে থাকছে Amazon Prime Video Mobile Edition সাবস্ক্রিপশন। আরও রয়েছে প্রতিদিন 2GB Data বেনিফিট। প্ল্যানের বৈধতা রাখা হয়েছে 28 দিন।

2। Airtel 499 টাকার প্রিপেইড প্ল্যানস

এই রিচার্জ প্ল্যানটি সংস্থার আগের রিচার্জ প্ল্যানের মতো একই সুবিধা অফার করে। তবে এক্ষেত্রে গ্রাহকরা পেয়ে যাবে অতিরিক্ত Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন। যার সাহায্যে অসাধারণ সব মুভি ওয়া অন্যান্য এন্টারটেইনিং কন্টেন্ট ওয়াচ করা যাবে। প্ল্যানের মেয়াদ 28 দিন।

এবার দেখে নেওয়া যাক 500 টাকার নীচে দৈনিক 2GB Data সহ Vi প্রিপেইড প্ল্যান গুলি কোনগুলি?

500 টাকার নীচে দৈনিক 2GB Data সহ Vi প্রিপেইড প্ল্যান গুলি কোনগুলি?

1। Vi 359 টাকার প্রিপেইড প্ল্যান

ভোডাফোন-আইডিয়া (Vodafone-Idea) তাদের নেটওয়ার্কে 500 টাকার নীচে দৈনিক 2GB Data সুবিধাসহ শুধুমাত্র একটি রিচার্জ প্ল্যান অফার করে। যেখানে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা, 100 টি SMS প্রতিদিন এবং দৈনিক 2GB ইন্টারনেট ফেসিলিটি। এরই সাথে আপনি পাবেন Binge All Night-এর সুবিধা।

জেনেনিন : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে Starlink ইন্টারনেট পরিষেবা দিয়ে সাহায্য করলেন Elon Musk! প্রিয়জনের সাথে যোগাযোগ রাখতে এবার সমস্যা হবেনা

অর্থাৎ 12 AM থেকে 6 AM পর্যন্ত কোন লিমিট ছাড়াই ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন। এক্ষেত্রে আপনার প্রতিদিনের নির্ধারিত Data থেকে কোনরকম MB কাটা হবে না। এছাড়াও থাকছে Weekend Data Rollover অর্থাৎ আপনার অব্যবহৃত Data আপনি সপ্তাহের শেষে ব্যবহারের সুযোগ পাবেন। এখানেই শেষ নয় আরও থাকছে, Vi Movies & TV App সাবস্ক্রিপশন। 

অর্থাৎ তুলনামূলকভাবে দেখতে গেলে রিলায়েন্স জিও (Reliance Jio) তাদের নেটওয়ার্কে 500 টাকার নিচে সবথেকে বেশি প্রিপেইড রিচার্জ প্ল্যান অফার করে। যেখানে ভোডাফোন আইডিয়া শুধুমাত্র একটি রিচার্জ প্ল্যান এবং এয়ারটেল দুটি রিচার্জ প্ল্যান অফার করে। 

একই সাথে OTT প্ল্যাটফর্ম উপভোগের জন্য এত কম খরচে একমাত্র Airtel দেয় Amazon Prime Video Mobile Edition এবং Disney+ Hotstar সাবস্ক্রিপশন। অন্যদিকে সীমাহীন ইন্টারনেট ব্যবহারের সুবিধা Vi (ভোডাফোন আইডিয়া) ছাড়া অন্য কোন সংস্থা অফার করে না।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করু