যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে Starlink ইন্টারনেট পরিষেবা দিয়ে সাহায্য করলেন Elon Musk! প্রিয়জনের সাথে যোগাযোগ রাখতে এবার সমস্যা হবেনা

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ডিজিটাল ট্রানসফর্মেশন মিনিস্টার Mykhailo Fedorov ইলন মাস্ককে অনুরোধ করেছিলেন অনেক আগেই। অনুরোধ করেছিলেন যুদ্ধবিধ্বস্ত এই দেশের ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে আনতে Starlink এর সার্ভিস দ্রুত দেশের মধ্যে নিয়ে আসতে। আর এরই মধ্যে কথা রাখলেন ইলন মাস্ক ইতিমধ্যেই ইউক্রেনে অ্যাক্টিভেট করে দেওয়া হল স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা। 

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে Starlink ইন্টারনেট পরিষেবা দিয়ে সাহায্য করলেন Elon Musk

SpaceX-এর Starlink হল এক স্যাটেলাইট ব্রডব্যান্ড সার্ভিস। যার ফলে এবার ইউক্রেন বাসিরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট পরিষেবা। যোগাযোগ রাখতে পারবেন তাদের প্রিয়জনদের সাথে। রাশিয়া-ইউক্রেন কে আক্রমণ পর থেকেই এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে দেশের ইন্টারনেট পরিষেবা উচিত চূড়ান্ত রকম ভাবে সমস্যার সম্মুখীন হয়েছে ইউক্রেন সে আর বলতে হয় না। সেইজন্য ইউক্রেনের ডিজিটাল ট্রানসফর্মেশন মিনিস্টার ইলন মাস্ক কে অনুরোধ করেছিলেন পৃথিবী বিখ্যাত স্টারলিনক ইন্টারনেট পরিষেবা ইউক্রেনের শুরু করতে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে তিনি এক টুইট করেন। সেখানে ট্যাগ করা হয় ইলন মাস্ক কেও। 

ইলন মাস্ক কে সেই টুইটের মাধ্যমে তিনি জানান, “যখন আপনি মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপন করতে চাইছেন, তখন রাশিয়া চেষ্টা করছে ইউক্রেন দখল করে নিতে। মহাকাশ থেকে যখন আপনার রকেট সফলভাবে ল্যান্ড করছে, রাশিয়ার রকেট ইউক্রেনের সাধারণ অধিবাসীদের আক্রমণ করছে। আমরা আপনাকে অনুরোধ করছি ইউক্রেনকে স্টারলিংক স্টেশন প্রোভাইড করতে।”

জেনেনিন : দূর্দান্ত বেনিফিট সহ BSNL লঞ্চ করে দিল 197 টাকার নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান, এখনই দেখেনিন খুঁটিনাটি

এই টুইট দেখে আর স্থির থাকতে পারেননি ধনকুবের ইলন মাস্ক। এই ট্যুইটের পর আর বেশী সময় নেননি তিনি। জানিয়ে দেন স্টারলিংক সার্ভিস ইউক্রেনে একটিভ করে দেওয়া হয়েছে। তার সাথে আরও অনেক টার্মিনাল যাচ্ছে শীঘ্রই এমনটাও জানান। এরপর শুধুমাত্র কথা দিয়েই চুপ থাকেননি ইলন মাস্ক। তিনি কাজ করেও দেখিয়েছেন। এই ঘটনার পর অতিসম্প্রতি Mykhailo Fedorov আর একটি টুইট করেন। যেখানে দেখা যায় স্টারলিং ইন্টারনেট পরিষেবা ব্যবহার করার জন্য যে ধরনের ডিভাইসের প্রয়োজন তা পৌঁছে গেছে তাদের কাছে।

প্রসঙ্গত উল্লেখ্য, স্টারলিনক হল ইলন মাস্কের মস্তিষ্কপ্রসূত ইন্টারনেট সার্ভিস। প্রকৃতপক্ষে এটা একটি স্যাটেলাইট বেসড ইন্টারনেট সার্ভিস। পৃথিবীর যে সমস্ত জায়গায় স্বাভাবিক ইন্টারনেট পরিষেবা পাঠানো সম্ভব হয় না দুর্গম পরিস্থিতির জন্য, অথবা নানান রকম প্রতিকূলতার জন্য। সেই সমস্ত জায়গায় Starlink খুব সহজেই ইন্টারনেট পরিষেবা নিয়ে যেতে সক্ষম হয় স্যাটেলাইট এবং Starlink-এর ডিভাইস এর সাহায্য নিয়ে। 

নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী আবিষ্কার এবং সারা পৃথিবীর যেকোনো জায়গায় ইন্টারনেট পরিষেবা পাঠিয়ে দিতে সক্ষম এই প্রযুক্তি। এই পরিষেবা অসংখ্য ইউক্রেনের অধিবাসীদের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে তাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ রাখতে সাহায্য করবে।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করু