ট্রিপল ক্যামেরা সহ লঞ্চ হয়ে গেল Realme V25  স্মার্টফোন, এক নজরে দেখেনিন খুঁটিনাটি

সম্প্রতি চীনে Realme ব্র্যান্ড V-সিরিজের সর্বশেষ স্মার্টফোন হিসাবে লঞ্চ করে দিল Realme V25 স্মার্টফোন। এটি সংস্থার প্রথম স্মার্টফোন যার মধ্যে রয়েছে Photochromic Back Panel। চলুন এক নজরে দেখে নেওয়া যাক স্পেসিফিকেশন্স, কালার ভেরিয়েন্ট, দাম এবং সেল ডেট বিস্তারিতভাবে।

Realme V25 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে পাওয়া যাবে 6.6-Inch LTPO Display। একই সাথে থাকছে 30Hz, 48Hz, 50Hz, 60Hz, 90Hz এবং 120Hz সম্পন্ন 6 টি ভিন্ন Refresh Rates। যা স্মার্টফোনে চালিত কনটেন্টের উপর নির্ভর করে নির্ধারিত রিফ্রেশ রেট প্রদান করবে। তাছাড়াও পাবেন 500 Nits Peak Brightness এবং 240Hz Touch Sampling Rate। 

স্মার্টফোনের মধ্যে Android 12 Realme UI 3.0 আপডেট দেখতে পাওয়া যাবে। এটি Qualcomm Snapdragon 695 5G SoC উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। স্টোরেজ হিসাবে পাওয়া যাবে 12GB RAM। এছাড়াও Dynamic RAM ব্যবহারের সুবিধা তো রয়েছেই। সূত্র মারফত জানা গেছে হ্যান্ডসেটটি 19GB RAM পর্যন্ত ভার্চুয়াল মেমরি অফার করে।

জেনেনিন : দূর্দান্ত বেনিফিট সহ BSNL লঞ্চ করে দিল 197 টাকার নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান, এখনই দেখেনিন খুঁটিনাটি

এখন আমরা ক্যামেরা ফিচারস সম্বন্ধে জেনে নেবো। স্মার্টফোনের মধ্যে রয়েছে 64-Megapixel Primary Sensor, Depth sensor এবং একটি Macro Shooter। একই সঙ্গে থাকছে 16-Megapixel সেলফি তোলার সুযোগ। আরও পাবেন 5,000mAh এবং 33W ফাস্ট চার্জার। যা 27 মিনিটে 50% চার্জ প্রদান করে। 

এখানেই শেষ নয় স্মার্টফোনটি সম্পূর্ণ চার্জে দীর্ঘ 24 দিনের স্ট্যান্ডবাই ব্যাটারি পারফরম্যান্স দেয়। তারই সঙ্গে যুক্ত থাকছে Bluetooth, 4G, Wi-Fi, 3.5mm Audio Jack এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটি 8.5mm পাতলা এবং ওজন রাখা হয়েছে 195 গ্রাম।

Realme V25 দাম কত?

Realme V25 মডেলের 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে CNY 1,999 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে প্রায় 23,900 টাকার কাছাকাছি। 

কালার অপশন কেমন থাকছে?

স্মার্টফোনটি Venus, Purple MSI এবং Firmanant Black কালার অপশনে পাওয়া যাবে। চলুন এবার সেল ডেটের দিকে নজর রাখা যাক। 

সেল Date কবে?

চীনা মার্কেটে স্মার্টফোনের প্রথম সেল শুরু হবে আজ থেকেই। ভারতের বাজারে স্মার্টফোনটি কবে উপলব্ধ হবে তা এখনই বলা সম্ভব নয়। কেমন লাগলো আপনার এই নতুন স্মার্টফোন? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করু