85 কিলোমিটার মাইলেজ সহ লঞ্চ হয়ে গেল Hero Eddy Electric Scooter, এক নজরে দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম বিস্তারিত ভাবে

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল আরও একটি নতুন ইলেকট্রিক স্কুটার। সদ্য ইন্ডিয়ান অটো জায়ান্ট হিরো ইলেকট্রিক (Hero Electric) সংস্থা লঞ্চ করে দিলো Hero Eddy Electric Scooter। এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে চোখ ধাঁধানো ফিচার্স। চলুন দেরি না করে এখনই খুঁটিনাটি জেনে নেওয়া যাক। 

Hero Eddy Electric Scooter স্পেসিফিকেশন্স কেমন?

জানা গেছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে পাওয়া যাবে LED Lighting, Reverse Mode, Find My Bike, Follow Me Headlamps, USB Charging Port এবং E-Locking System সহ অত্যাধুনিক উন্নত প্রযুক্তি। একই সাথে থাকছে সামনে এবং পিছনের উভয় অংশে ড্রাম ব্রেক। তারই সাথে উপস্থিত রয়েছে 12-Inch চাকা এবং একটি ফ্ল্যাট ফুটবোর্ড।

এখানেই শেষ নয় থাকছে 250W Brushless DC Motor বিশিষ্ট 51.2V / 30Ah ব্যাটারি। যা সর্বোচ্চ প্রতি ঘন্টায় 25 কিলোমিটার গতিবেগ প্রদান করে। তাছাড়াও সিঙ্গেল চার্জে মোট 85 কিলোমিটারের সুন্দর মাইলেজ দেয়। স্কুটারটি পুরোপুরি চার্জ হতে সময় লাগে 4-5 ঘন্টা।

জেনেনিন : খুবই অল্প দামে দারুন ফিচারের সাথে লঞ্চ করে দেওয়া হল Dizo Watch 2 Sports, মিস করলে লস

দাম কত রাখা হয়েছে?

Hero Eddy ইলেকট্রিক স্কুটারটির কোম্পানির তরফ থেকে ইন্ডিয়ান মার্কেটে দাম নির্ধারণ করা হয়েছে 72,000 টাকা। এটি Light Blue এবং Yellow এই দুটি কালার অপশনে পাওয়া যাবে। 

অতিরিক্ত সুবিধা কেমন থাকছে?

আমরা সকলেই জানি দুই চাকার স্কুটার চালানোর জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স একান্ত প্রয়োজন। তবে ব্র্যান্ডের তরফ থেকে জানানো হয়েছে যেহুতু এটি একটি ছোট এবং স্বল্প ওজনের কম গতির বৈদ্যুতিক স্কুটার যেহুতু গাড়ির রেজিস্ট্রেশনের কোনরকমন প্রয়োজন হবে না বা Hero Eddy চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স দরকার নেই। 

কেমন লাগলো আপনার এই নতুন ইলেকট্রিক স্কুটার? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এই রকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করু!