ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল JBL-এর দুটি নতুন প্রোডাক্টস। সম্প্রতি এবার JBL নিয়ে এলো একটি অসাধারন JBL Live 660NC Headphones এবং একটি JBL Live Pro+True Wireless Stereo Earphones। জেনে নেওয়া যাক এর স্পেসিফিকেশনস এবং দাম সমস্ত কিছু বিস্তারিত ভাবে।
JBL Live 660NC স্পেসিফিকেশন কেমন রয়েছে?
এটিতে ব্যবহৃত হয়েছে Smart Ambient Technology। এটি একটি Over-Ear Headphone। এটিতে ব্যবহৃত ব্যাটারি আপনাকে 40 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করবে। একই সাথে ANC ক্ষেত্রে পেয়ে যাবেন 50 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ। এছাড়াও মাত্র 10 মিনিট চার্জ দিয়ে আপনি পেয়ে যাবেন 4 ঘন্টা মিউজিক প্লেব্যাকে সুবিধা। একইসাথে এটিতে পেয়ে যাবেন Amazon Alexa এবং Google Assistant সুবিধা।
এরই সাথে রয়েছে Multi-Point Connection Capabilities। আরও পাবেন Auto Play/ Pause সুবিধা উপভোগ করতে পারবেন। এটি আপনি My JBL Headphones App মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
JBL Live Pro+ স্পেসিফিকেশন কেমন রয়েছে?
এটি ‘Stick’ ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এরই সাথে এটিতে Echo-Cancelling Technology এবং ANC ফিচারস উপলব্ধ রয়েছে। এর প্রত্যেকটি Earbud তিনটি মাইক রয়েছে যা আপনাকে সুন্দর পরিবেশে অসাধারণ ভয়েস এক্সপিরিয়েন্স দিতে সক্ষম।
এছাড়াও পাবেন IPX4 Water Resistance ফিচার্স। Wireless Charging ক্ষেত্রে এটি Qi-Compatible। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে এটিতে আপনি পেয়ে যাবেন ANC ক্ষেত্রে 7 ঘন্টা মিউজিক প্লেব্যাকের সুবিধা।
একই সাথে Charging Case পাবেন 21 ঘন্টা ব্যাটারি লাইফ। এছাড়াও মাত্র 10 মিনিট চার্জ দিয়ে এটিতে আপনি এক ঘন্টার উপর মিউজিক উপভোগের সুবিধা পাবেন। এটিতে ইনক্লুড রয়েছে Quick চার্জার সিস্টেম, USB Type-C Cable।
দাম কত রাখা হয়েছে?
JBL Live 660NC আপনি Multi-Brand Outlets এবং Offline Retail Stores থেকে নিতে পারবেন। ভারতের বাজারে এর দাম রাখা হয়েছে 14,999 টাকা। এটি আপনি Black, Blue এবং White এই তিনটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন।
জেনেনিন : নতুন Disney+ Hotstar প্ল্যান নিয়ে আসা হল, জেনেনিন কেমন সুবিধা থাকছে?
অন্যদিকে JBL Live Pro+ TWS Earphones আপনি 16,999 টাকায় পেয়ে যাবেন। এটি Offline Stores এবং Multi-Brand Outlets উপলব্ধ রয়েছে। গ্রাহকরা এটি Black এবং White এই দুটি কালার ভেরিয়েন্ট কিনে নিতে পারবে।
এছাড়া গ্রাহকরা যদি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে উল্লেখ্য প্রোডাক্ট গুলি ক্রয় করেন তবে সেক্ষেত্রে গ্রাহকরা পেয়ে যাবে 2000 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট।