ঘুমাতে যাওয়ার সময় হলে নিজে থেকেই জানিয়ে দেবে YouTube App, দেখেনিন এই চমকে দেওয়ার মতো প্রোডাক্টিভ ফিচারটি

YouTube ShresthoTech

ইউটিউব (YouTube) আমরা প্রতিনিয়ত ব্যবহার করেই থাকি। ইউটিউব অ্যাপ্লিকেশন ছাড়া এখন আমাদের এক মুহূর্তও চলে না। আর একথা অনস্বীকার্য ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমাদের সময়ের হিসাবও থাকে না বেশির ভাগ সময়ই। ফলে রাত্রে শোবার সময় পেরিয়ে গিয়ে হয়ে যায় মধ্যরাত। আমাদের বডি ক্লকের বারোটা বেজে যায়।

ফলে স্বাভাবিকভাবেই আমাদের জীবনচর্চা তেও এসে যায় অনেক পরিবর্তন। এই পরিস্থিতিতে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক সময়ে ঘুমোতে যাওয়া। এবার ইউটিউব অ্যাপ্লিকেশন আপনাকে মনে করিয়ে দেবে যে ঘুমোতে যাওয়ার সময় হয়েছে।

হ্যাঁ, ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যেও এমনই গুরুত্বপূর্ণ এই সেটিংস রয়েছে। আপনি যদি এই সেটিংস অন করে রাখেন তাহলে ইউটিউব অ্যাপ্লিকেশন আপনাকে জানিয়ে দেবে এবার ঘুমোতে যাওয়ার সময় হয়েছে। তারই সাথে আপনাকে অনুরোধ করবে ইউটিউব অ্যাপ্লিকেশন কে বন্ধ করতে। 

এই সেটিংসটা ব্যবহার করার জন্য প্রথমেই আপনার স্মার্টফোনে ইউটিউব অ্যাপ্লিকেশন টিকে ওপেন (Open) করে নিন। ওপেন করে নেওয়ার পর ডানদিকে একদম উপরে আপনার একাউন্ট (Account) এর উপর ট্যাপ করুন। 

ট্যাপ করলে একটা মেনু খুলে যাবে, তারই একদম নিচে দেখুন সেটিংস (Settings) অপশন রয়েছে। সেটিংস অপশনটিতে ক্লিক করুন। তারপরে পেয়ে যাবেন General অপশন। তার পরই পেয়ে যাবেন Remind Me When It’s Bedtime অপশন। 

জেনেনিন : YouTube-এ একই ভিডিও বার বার দেখতে চান? এই ফিচারটি দারুন কাজে দেবে, এখুনি জেনেনিন

এই অপশনটিকে আপনি অন (On) করে দিন শুধুমাত্র এবং তারপর আপনি যে সময় শুতে যেতে চান সেই সময়টা এখানে সিলেক্ট করে দিন। এবং তারপর ট্যাপ করে দিন ওকে তে। ব্যাস তাহলেই হবে। এবার যখন আপনার মেনশন করে দেওয়ার সময় টা বেজে যাবে। তখন ইউটিউব আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে যে ঘুমোতে যাওয়ার সময় হয়েছে। 

নিঃসন্দেহে এটা একটা ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফিচার। আপনি যদি আপনার জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। তারই সাথে আপনার বডি ক্লক কে যথাযথ করে তুলতে চান। শরীর স্বাস্থ্য ভালো রাখতে চান, থাকতে চান চনমনে, তাহলে এই ফিচারটি অবশ্যই ব্যবহার করুন এবং নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান। আপনার শরীর ঠিক থাকবে এবং মনও ভালো থাকবে। 

জেনেনিন : YouTube-এর এই সেটিংস আপনার অনেক সময় বাঁচাবে

কেমন লাগলো ইউটিউবের এই ফিচারটি আপনার? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। অবশ্যই এই গুরুত্বপূর্ণ ফিচারটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। তাদেরকেও সুস্বাস্থ্যের অধিকারী করে তুলুন। এইরকমই অসাধারণ সব ট্রিক্স ও লেটেস্ট টেক নিউজ সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন আর শ্রেষ্ঠ থাকুন।