Instagram Reels-এর ভিডিওর লেংথ বাড়িয়ে দেওয়া হল, সাথে আনা হল আরও গুরুত্বপূর্ণ ফিচার, অবশ্যই জেনে নিন

Instagram Reels ShresthoTech

ভারতে টিকটক ব্যান হওয়ার পর ইনস্টাগ্রাম রিলস (Instagram Reels)-এর মতো প্লাটফর্ম গুলোর জনপ্রিয়তা অত্যাধিক রকম ভাবে বেড়েছে। এবার এই ইনস্টাগ্রাম রিলস এর মধ্যেই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে চলে এলো ইনস্টাগ্রাম। 

এতদিন পর্যন্ত 15 সেকেন্ড এবং 30 সেকেন্ডের ভিডিও আপলোড করা যেত ইনস্টাগ্রাম রিলসের মধ্যে। এবার সেই টাইম স্প্যান কে বাড়িয়ে করা হল এক মিনিট। অর্থাৎ 60 সেকেন্ড। আপনি যদি চান এবার 60 সেকেন্ডের লম্বা ভিডিও পোস্ট করতে পারবেন ইনস্টাগ্রাম রিলসের মধ্যে। যেটা দারুন সুবিধাজনক হতে চলেছে ইনস্টাগ্রাম ইউজারদের জন্য। এটাকে নিঃসন্দেহে খুব স্পেশাল ফিচার বলে মনে করছে সকলে। 60 সেকেন্ডের মধ্যে আপনি আরও অসাধারন সব ভিডিও বানাতে পারবেন। 

তবে এখানেই থেমে থাকছেন ইনস্টাগ্রাম। এবার ইন্সটাগ্রাম এর মধ্যে নতুন প্রটেকশন মেজারস নিয়ে আসা হচ্ছে। যেটা টিনেজারদের আরও সেফ সোশ্যাল মিডিয়া এক্সপেরিয়েন্স প্রদান করবে। 

জেনেনিন : ফাঁস হয়ে গেল Redmi K50, Redmi K50 Pro স্মার্টফোনের ফিচার্স, এক নজরে দেখে নিন কেমন হতে চলেছে এই K50 সিরিজ

নতুন যারা ইনস্টাগ্রামে জয়েন করবেন তারা যদি টিনেজার হন। অর্থাৎ 16 বছর বা তারও কম বা কোন কোন দেশে 18 বছর বা তারও কম হয়ে থাকেন তাহলে তাদের অ্যাকাউন্ট অটোমেটিক প্রাইভেট একাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। এর ফলে আপনি যাদের এলাও করবেন তারাই শুধুমাত্র আপনাদের ফলো করতে পারবেন। যার জন্য বাইরের কেউ গিয়ে তাদের উত্তপ্ত করতে বা অনৈতিক কমেন্ট করে বিব্রত করতে পারবে না। যেটা নিঃসন্দেহে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ফিচার বলেই মনে করছে সকলে। 

তবে ভয় পাওয়ার কিছু নেই আপনি যদি চান আপনার একাউন্টকে প্রাইভেট থেকে পাবলিক করে দিতে পারবেন খুব সহজেই। আপনি যদি ইনস্টাগ্রাম রিলস ইউজার হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে এই ফিচারগুলো আপনার দারুন সুবিধা প্রদান করবে। আপনি কি ইনস্টাগ্রামে রিলস বানান? কেমন লাগলো এই দুটি নতুন ফিচার্স আপনার?