আমরা সকলেই Disney+ Hotstar সাথে কম-বেশি পরিচিত। এর আগে বিভিন্ন প্ল্যানের এর মাধ্যমে অসাধারণ সমস্ত ভিডিও, ওয়েব সিরিজ আমরা ইতিমধ্যেই উপভোগ করার সুযোগ পাওয়া যেত। এবার Disney+ Hotstar নিয়ে এল তিনটে নতুন Plans যার মধ্যে রয়েছে 499 Mobile, 899 Super এবং 1,499 Premium Plans। চলুন একনজরে প্ল্যান গুলি সম্পর্কে সমস্ত কিছু জেনে নেওয়া যাক।
Disney+Originals, Hollywood Movies, TV Shows, Marvel, Star Wars, National Geographic, HBO, FX যা Disney+ Hotstar Premium এ উপলব্ধ ছিল, এখন থেকে তা সকলের জন্যই উপলব্ধ হবে। অর্থাৎ একথা পরিষ্কার যে, Disney+ Hotstar VIP থাকছে না।
সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে গ্রাহকরা উল্লেখিত প্ল্যান গুলি একটিভ করতে পারবেন। তবে 399 প্রিমিয়ামের দাম অপরিবর্তিত রয়েছে। যদি আপনি ইতিমধ্যে Disney+ Hotstar প্রিমিয়ামে থাকেন তবে আপনার পক্ষে খুব বেশি কিছু পরিবর্তন হবে না।
Disney+ Hotstar Mobile 499 আপনি এক বছরের জন্য একটি মোবাইল ডিভাইসে সীমাবদ্ধ রাখতে পারবেন। একই সাথে HD Video Quality উপভোগ করতে পারবেন। অন্যদিকে Disney+ Hotstar Super 899 Plan-এ আপনি দুটো ডিভাইস সংযোগ করতে পারবেন। এরই সাথে এটিতে আপনি পেয়ে যাবেন HD ভিডিও উপভোগের সুবিধা। এরই পাশাপাশি রয়েছে Disney+ Hotstar Premium 1,499 যা আপনাকে 4K ভিডিও উপভোগের সুবিধা দেবে। একই সাথে 4 টি ডিভাইসে সংযোগ করতে দেয়।
নতুনভাবে চালু হওয়া এই সাবস্ক্রিপশন প্ল্যানগুলির দর্শকদের বেশ সুবিধা প্রদান করবে। এমনটাই মনে করছে বিশিষ্ট মহল। সকলের প্রয়োজনের কথা মাথায় রেখেই আনন্দ, বিনোদনের ব্যবস্থা করে দিয়েছে সংস্থা, এমনটাই দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে। আপনার প্রয়োজন অনুযায়ী যে কোন প্ল্যান বেছে নিতে ভুলবেন না।