7,000 টাকার নীচেই 5000mAh ব্যাটারি যুক্ত Infinix Smart 5A-প্রথম সেল আজই, জেনেনিন অফার, স্পেসিফিকেশন্স ও দাম বিস্তারিত ভাবে

Infinix Smart 5A ShresthoTech

মাত্র কয়েদিন আগেই Infinix এর পক্ষ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছিল Infinix Smart 5A স্মার্টফোনটিকে। আর আজই এর প্রথম সেল। জেনে নিন সমস্ত কিছু বিস্তারিত ভাবে।

Infinix Smart 5A দাম

আসা যাক এর দামের ব্যাপারে 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ সম্বলিত Infinix Smart 5A স্মার্টফোনটির দাম রাখা হয়েছে 6,499 টাকা।স্মার্টফোনটির প্রথম সেল শুরু হচ্ছে আজ দুপুরে ঠিক 12টা থেকে। প্রথম সেল উপলক্ষে স্মার্টফোনটির দাম থাকবে 6,499 টাকা।

Infinix Smart 5A স্পেসিফিকেশন্স

Infinix Smart 5A-র মধ্যে রয়েছে 6.52 ইঞ্চির HD+ ডিসপ্লে। ক্যামেরা হিসাবে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। রয়েছে 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং তার সাথে রয়েছেন 4 মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরার সাথে থাকছে ট্রিপল এলইডি ফ্ল্যাশ। সেলফি ক্যামেরা সাথেও থাকছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। 

রয়েছে 5000mAh এর ম্যাসিভ ব্যাটারি। আর MediaTek-এর Helio A20 প্রসেসর। তার সাথে পেয়ে যাবেন 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ। যেটাকে 256GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন আপনি। 

জেনেনিন : ATM থেকে টাকা তোলার সময় ঠকে যাওয়া থেকে বাঁচুন, এইভাবে সাবধান থাকুন, অবশ্যই জেনেনিন

ইনফিনিক্স ক্লেইম করছে এই 5000mAh ব্যাটারি সিঙ্গল চার্জে আপনাকে 19 ঘন্টার ভিডিও প্লেব্যাক টাইম দেবে। 121 ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম দিয়ে দেবে। সাথে দেবে 38 ঘন্টার 4G টকটাইমের সুবিধা। পেয়ে যাবেন 16 ঘন্টা ওয়েব ব্রাউজিং এর সুবিধাও। সিকিউরিটির কথা বলতে গেলে এই স্মার্টফোনটিকে ব্যবহার করা হয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর তার সাথে থাকছে ফেস আনলক এর সুবিধা। 

পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ইলেভেন এর গো অডিশন এর উপর ভিত্তি করে XOS 7.6 অপারেটিং সিস্টেম। দুটো ন্যানো সিম কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন আপনি স্মার্টফোনটিতে। এর ওজন 183 গ্রাম রাখা হয়েছে।