Facebook-এ সেট করুন Profile Video! চমকে দিন বন্ধুদের

Easily Set Facebook Profile Video ShresthoTech

ফেসবুকে নিজের বন্ধুদের চমক দিতে কে না ভালোবাসে। আর ফেসবুকও প্রতিনিয়ত নিত্যনতুন ফিচার নিয়ে এসে এই চমকের লিস্ট এর পরিমাণ বাড়িয়েই চলেছে। এবার আপনাকে আরেক ফিচারের কথা জানাবো আমরা যার সাহায্যে আপনি রীতিমতো চমকে দিতে পারবেন আপনার ফেসবুক বন্ধুদের।

এই ফিচারে প্রোফাইল ফটো না, আপনি প্রোফাইল ভিডিও (Profile Video) সেট করতে পারবেন। অর্থাৎ নির্দিষ্ট একটি ভিডিও আপনার প্রোফাইল ফটো জায়গায় সেট করে রাখা যাবে। নিঃসন্দেহে দারুন ব্যাপার এটা। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই কাজটি করতে পারবেন। 

কিভাবে Facebook Profile Video সেট করবেন?

এই কাজটি করার জন্য প্রথমেই আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিন। তারপর ডান দিকে উপরে থ্রি বার্স মেনু (Hamburger Menu) রয়েছে। তার উপর ট্যাপ করুন। তারপর আপনার প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করুন। তাহলেই Take a New Profile Video অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। 

জেনেনিন : অচেনা WhatsApp Group-এ জয়েন হওয়া থেকে কিভাবে বাঁচবেন? এখুনি জেনেনিন

এবার চাইলে আপনি এখান থেকেই প্রোফাইল ভিডিও সরাসরি স্মার্টফোনের ক্যামেরা তে রেকর্ড করে নিতে পারবেন। অথবা আপনার যদি ফোনের স্টোরেজে একটা ভিডিও রেডি করা থাকে সেটাও আপনি এখানে সেট করে দিতে পারবেন বেছে নিয়ে। প্রয়োজন হলে পোস্ট করার আগে আপনি এডিট অপশনে ক্লিক করে ভিডিওটি কে হালকা এডিট করে নিতে পারবেন। পারবেন করে ক্রপ নিতে বা ট্রিম করে নিতেও। এমনকি ইউটিউব এর মত একটা থাম্বনেইল সেট করে দিতে পারবেন এই ভিডিওটাতে।

আর সবশেষে ভিডিওটিতে যখন আপনি সেভ করে দেবেন। তখন ভিডিওটা আপলোড হয়ে যাবে। এরপর আপনার প্রোফাইল ফটোর জায়গায় প্রোফাইল ভিডিওটা প্লে হতে থাকবে। নিঃসন্দেহে চমকে যাবেন আপনার বন্ধুবান্ধবরা। তাই এখুনি এই ফিচারটি ব্যবহার করুন। 

এরকমই লেটেস্ট টেক আপডেট সবার আগে, সর্বপ্রথম পেতে আমাদের সঙ্গে থাকুন, আর শ্রেষ্ঠ থাকুন।