ভারতের বাজারে Redmi অসাধারণ সব সস্মার্টফোন লঞ্চ করেছে। সম্প্রতি জানা গেল সংস্থার আরও এক স্মার্টফোন সিরিজ। সেটা হল Redmi 10 সিরিজ। ইতিমধ্যেই Tipster Mukul Sharma ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে Redmi 10 স্মার্টফোনের যাবতীয় স্পেসিফিকেশনস খুঁজে পেয়েছেন। চলুন লঞ্চের আগেই দেখে নেওয়া যাক এই সিরিজ সম্পর্কে বিস্তারিত ভাবে।
Redmi 10 স্পেসিফিকেশন
এই স্মার্টফোনটি Redmi Note 10 সিরিজের মতোই হতে চলেছে বলে জানা যাচ্ছে। স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন Gorilla Glass 3 প্রটেকশন যুক্ত 6.5-Inch FHD+Display। একই সাথে পাবেন 90Hz Refresh Rate। স্মার্টফোনটি নির্মিত হয়েছে MediaTek Helio G88 Chipset দ্বারা।
এরই সাথে স্মার্টফোনের মধ্যে থাকছে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। Android 11-Based MIUI 12 উপর নির্ভর করে স্মার্টফোনটি পরিচালিত হবে। এছাড়াও স্মার্টফোনটি মধ্যে ইনক্লুড রয়েছে LED ফ্ল্যাশ বিশিষ্ট 50MP Primary Sensor, 8MP Camera এবং দুটি 2MP Sensor। একই সাথে পাবেন 8MP ফ্রন্ট ক্যামেরা।
এখানেই শেষ নয় আরও পাবেন 18W ফাস্ট চার্জিং যুক্ত 5,000mAh ব্যাটারি। স্মার্টফোনটির ওজন রাখা হয়েছে 162 x 75.3 x 8.95mm। এরই পাশাপাশি আপনি microSD card, 3.5mm Headphone Jack এবং Bluetooth 5.0 সুবিধাও উপভোগ করতে পারবেন।
ভারত এবং অন্যান্য বাজারে অফিসিয়ালি Redmi 10 লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি। যেহেতু ফোনটির বেশকিছু স্পেসিফিকেশন ই-কমার্স প্ল্যাটফর্মে ফাঁস হয়েছে, তাই মনে হচ্ছে শীঘ্রই Xiaomi সংস্থার এই ফোনটি আমরা হাতের মুঠোয় পাবো। স্মার্টফোনটি লঞ্চের পরেই আমরা এর সঠিক দাম জানতে পারবো।
Xiaomi সংস্থার এই নতুন স্মার্টফোন সম্বন্ধে আপনি কী ভাবছেন? তা আমাদের জানাতে ভুলবেন না।