অবশেষে লঞ্চ হতে চলেছে Realme Book, জেনেনিন লঞ্চ Date, দাম এবং স্পেসিফিকেশন সহ সমস্ত কিছু

Realme Book ShresthoTech

বিভিন্ন সংস্থার তরফ থেকে আমরা একের পর এক অসাধারণ ল্যাপটপ উপহার পেয়েছি। সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Realme Book। ইতিমধ্যেই স্পেসিফিকেশন এবং দাম আমরা জানতে পেরেছি। চলুন সর্বপ্রথম জেনে নেওয়া যাক লঞ্চ  Date কবে রাখা হয়েছে?

Realme Book লঞ্চ Date কবে?

রিয়েলমি ইন্ডিয়ার প্রধান Madhav Sheth জানিয়েছেন, Realme Book ভারতের বাজারে আগামী 18 ই আগস্ট লঞ্চ করা হবে। গ্রাহকরা এটি Blue এবং Grey এই দুটি কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন।

Realme Book দাম কত রাখা হয়েছে? 

আমাদের দেশে Realme Book বেস ভেরিয়েন্ট সম্ভাব্য দাম শুরু হতে পারে ভারতীয় মুদ্রায় 50,000 টাকার আশেপাশে। তবে ভালো স্পেসিফিকেশন যুক্ত অন্য ভেরিয়েন্ট ক্ষেত্রে আপনাকে আরও বেশি মূল্য খরচ করতে হবে। চলুন এবার জেনে নেওয়া যাক কেমন স্পেসিফিকেশন রয়েছে।

Realme Book স্পেসিফিকেশনস

এটিতে আপনি 3:2 Aspect Ratio পেয়ে যাবেন। এখনো অবধি এর সম্পূর্ণ স্ক্রীন সাইজ কত হবে তা জানা যায়নি। প্রসেসর হিসেবে 11th-Generation Intel Core i5-1135G7 Tiger Lake Processor পেয়ে যাবেন। একই সাথে অন্য ভেরিয়েন্টে i7 প্রসেসর আমরা পেয়ে যাবো। আরও থাকছে 8GB RAM এবং 512GB স্টোরেজ। Realme Book এর মধ্যে 65W দ্রুত চার্জিং ফিচারস পেয়ে যাবেন। চার্জিং হিসাবে USB-C পোর্ট ইনক্লুড রয়েছে। একই সাথে স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের 65W VOOC Charger মাধ্যমে এই ল্যাপটপটিকে সম্পূর্ণ চার্জ করে তুলতে সক্ষম হবেন। 

জেনেনিন : হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে নেওয়া যাবে Covid 19 ভ্যাকসিন সার্টিফিকেট! নতুন উদ্যোগ নিয়ে এল WhatsApp, এক্ষুনি জেনে নিন দারুন এই সুবিধার ব্যাপারে

বেশ কিছু ফিচারস এখনো অজানা রয়েছে। মনে করা হচ্ছে লঞ্চের পরেই আমরা তা সম্পূর্ণভাবে জানতে পারবো। এখন দেখার বিষয় ভারতের বাজারে এই ল্যাপটপ গ্রাহকদের মনে কতটা জায়গা করে নেয়। নতুন এই Realme Book সমন্ধে আপনি কি ভাবছেন? তা আমাদের জানাতে ভুলবেন না।