হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে নেওয়া যাবে Covid 19 ভ্যাকসিন সার্টিফিকেট! নতুন উদ্যোগ নিয়ে এল WhatsApp, এক্ষুনি জেনে নিন দারুন এই সুবিধার ব্যাপারে

WhatsApp Vaccine Certificate Download ShresthoTech

বর্তমান Covid 19 পরিস্থিতিতে এখন ভ্যাকসিন নেওয়ার জন্য সবাই চেষ্টা করছেন। আর নেওয়ার প্রয়োজনীয়তাও অসীম। আর ভ্যাকসিন নেওয়ার পর এখন প্রয়োজন ভ্যাকসিনেশন সার্টিফিকেট ডাউনলোড করে রাখার। তবে এই কাজ করতে গিয়ে CoWin পোর্টালে অনেকে হতাশ হতে হচ্ছিল। একসাথে অনেক মানুষ এই পোর্টালকে ব্যবহার করার জন্য বেশিরভাগ সময়ই আমাদের অপেক্ষা করে থাকতে হত সার্টিফিকেট ডাউনলোড করতে গিয়ে। 

এবারের এই পরিস্থিতি থেকে রক্ষায় ঝাঁপিয়ে পড়ল হোয়াটসঅ্যাপ। এবার থেকে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের সাহায্যে খুব সহজেই আপনার ভ্যাকসিনেশনের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে এই বিষয়ে পার্টনারশিপ করেছে হোয়াটসঅ্যাপ। নিঃসন্দেহে দারুন উদ্যোগ এটি। চলুন জেনে নেওয়া যাক কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট ডাউনলোড করবেন।

WhataApp-এর সাহায্যে ডাউনলোড করুন ভ্যাকসিনেশন সার্টিফিকেট

হোয়াটসঅ্যাপের মাধ্যমে Covid 19 সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমেই +91 9013151515 এই নাম্বারটি আপনার স্মার্টফোনের সেভ (Save) করে নিন। তাহলেই দেখবেন মাই গভর্মেন্ট করোনা হেল্পডেস্ক হোয়াটসঅ্যাপ চ্যাট বট এই নামে নাম্বার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে।

WhatsApp-এ সেই একাউন্টে চলে যান আপনি এবং সেখানে যদি আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে চান তাহলে সিম্পলি আপনার রেজিস্টার্ড নাম্বার থেকে Download Certificate লিখে পাঠিয়ে দিন। তাহলেই এই চ্যাটবট আপনার রেজিস্টারড মোবাইল নাম্বারে একটি ওটিপি (OTP) পাঠিয়ে দেবে।

ওটিপিটা সঠিক ভাবে টাইপ করুন এবং পাঠিয়ে দিন। ওটিপিটা কনফার্ম হয়ে যাওয়ার পরই সেই নাম্বারের সাথে যার ভ্যাকসিনের জন্য রেজিস্টার করা রয়েছে তার নাম দেখিয়ে দেওয়া হবে সেখানে। তারপর 1 নম্বর উত্তর টিপে পাঠান ভ্যাক্সিনেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য। তাহলেই হবে। এবার আপনাকে ভ্যাক্সিনেশন সার্টিফিকেট পাঠিয়ে দেওয়া হবে এবং আপনি সেই সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। 

জেনেনিন : অচেনা WhatsApp Group-এ জয়েন হওয়া থেকে কিভাবে বাঁচবেন? এখুনি জেনেনিন

নিঃসন্দেহে খুবই সুবিধাজনক ব্যাপার এটি। শুধুমাত্র এখানেই থেমে থাকছে না। আপনার প্রয়োজন হলে আপনি হিন্দিতেও তার সাথে চ্যাট করতে পারবেন। তার জন্য শুধু Hindi লিখে পাঠিয়ে দিন মেসেজ। এছাড়াও আরো অনেক সুবিধা পেয়ে যাবেন আপনি এই চ্যাটবট এর সাহায্যে। আপনি Menu লিখে যদি পাঠিয়ে দেন তাহলে অন্যান্য সুবিধাও আপনাকে দেখিয়ে দেওয়া হবে।

এমনকি ভ্যাকসিনেশন সেন্টারও খুঁজে পেতে আপনাকে সাহায্য করা হবে। এমনকি Covid 19 থেকে সতর্ক থাকার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য আপনার হাতে তুলে দেওয়া হবে এই জায়গা থেকেই। নিঃসন্দেহে এটা অসাধারণ উদ্যোগ হোয়াটসঅ্যাপের। আপনি যদি Covid 19 ভ্যাক্সিনেশন সার্টিফিকেট Download করতে চান, অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করে দেখুন। খুব সুবিধাজনক হবে এটি। 

এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকমই লেটেস্ট আপডেট সবার আগে, সবার প্রথম পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।