ATM থেকে টাকা তোলার সময় ঠকে যাওয়া থেকে বাঁচুন, এইভাবে সাবধান থাকুন, অবশ্যই জেনেনিন

ATM Security ShresthoTech

বর্তমান সময়ে এটিএম এখন আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে বলা যায়। প্রত্যেক দিন আমরা এটিএম ব্যবহার করি এবং আমাদের অনেক সময় বেঁচে যায়। সব মিলিয়ে সুবিধাও হয় অনেক। তবুও এটিএম এর মাধ্যমে অনেক রকমের স্ক্যাম হতে আমরা প্রায়ই শুনতে পাই। হাতিয়ে নেওয়া হয় আমাদের কষ্টার্জিত লক্ষ লক্ষ টাকা। কিন্তু খুব সহজ-সরল কিছু পদ্ধতি আপনি যদি মেনে চলেন তাহলে এটিএম থেকে এই ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন আপনি। অবশ্যই এই গুরুত্বপূর্ণ পদ্ধতি গুলো জেনে নিন! এরপরে কোন কাজে এটিএম গেলে এই সমস্ত পদ্ধতি গুলো অবশ্যই মেনে চলুন।

ATM থেকে টাকা তোলার সময় এইভাবে সাবধান থাকুন

1। প্রথমত আপনার এটিএম পিন (ATM PIN) সিকিউর রাখুন। কাউকে আপনার এটিএম পিন বলার দরকার নেই। এই কথাটা অবশ্যই খেয়াল রাখুন। তিনি আপনার যত পরিচিত ব্যক্তি হন না কেন। এটিএম এর সন্নিকটে কোন প্রয়োজনে কারো সাহায্য প্রয়োজন হলেও এটিএম পিন টাইপ করার সময় হাত দিয়ে আড়াল করে তবেই টাইপ করুন। 

2। এটিএম এর ভিতরে শুধুমাত্র একজনই প্রবেশ করতে পারেন। তাই আপনার Transaction-এর সময় যদি কেউ দাঁড়িয়ে থাকেন বা কেউ যদি সাহায্যের অছিলায় কাছ এগিয়ে আসেন বা সেই পরিস্থিতিতে কেউ আপনার সাথে কথা বলতে আসেন, তাহলে পোলাইটলি তার প্রস্তাব প্রত্যাখ্যান করুন। তাকে অনুরোধ করুন বাইরে অপেক্ষা করতে। না হলে আপনার পিন জেনে নিয়ে আপনাকে ঠকিয়ে নিতে বেশিক্ষণ সময় লাগবে না তার। 

3। এটিএম-এ কার্ড প্রবেশ করানোর আগে ভালো করে খেয়াল করুন। সেখানে যদি কোনরকম সন্দেহভাজন কোন মেশিন থাকে। বা আলগা হয়ে থাকা কোন ডিভাইস যদি দেখতে পান, তাহলে সঙ্গে সঙ্গে এটিএম গার্ডের দৃষ্টিগোচরে আনুন। এটিএম কিবোর্ড এর উপর কোন চটচটে পদার্থ বা সন্দেহভাজন কোন বস্তু দেখলেও তৎক্ষণাৎ গার্ডের দৃষ্টি আকর্ষণ করুন।

4। এটিএম কার্ড ইন্সার্ট করার পর যখন আপনি পিন টাইপ করবেন সেই মুহূর্তে আপনার শরীর দিয়ে আড়াল করে রাখুন কিপ্যাডটিকে। যেন পাশ থেকে বা পিছন থেকে কেউ দেখতে না পান আপনি কি টাইপ করছেন। প্রয়োজনে হাত ব্যবহার করুন এবং এক হাত দিয়ে আড়াল করে অপর হাত দিয়ে টাইপ করুন। কোনমতেই যেন আপনার এটিএম পিন অন্য কারোর দৃষ্টিগোচর না হয়। 

5। এটিএম থেকে টাকা তোলার পর প্রয়োজন বোধ করলে আপনি আবার ক্যানসেল বাটনটি কে প্রেস করে দিতে পারেন। তারপর এটিএম এর ডিসপ্লে যখন পুনরায় প্রথম অবস্থায় ফিরে আসবে তখন আপনি এটিএম ত্যাগ করুন।  

6। এটিএম ত্যাগ করার পুর্বে আপনার উইথড্রল করা টাকা ভালভাবে গুনে নিন। সেই টাকা ঠিক আছে কিনা ভালোভাবে খেয়াল করে নিন। কোনরকম সমস্যা হলে এটিএমের রিসিপ্ট সাথে রাখতে ভুলবেন না।প্রয়োজনে এটিএম সম্বন্ধিত যে মেসেজ এসেছে সেটাকেও ডিলিট করে দেবেন না।

7। চেষ্টা করুন জনবহুল এলাকায় বা বহুল ব্যবহৃত এটিএমকেই ব্যবহার করতে। যেসব এটিএম অধিক ব্যবহার করা হয় এবং যেগুলো মোটামুটি লোকালিটির মধ্যে অবস্থিত সেইগুলোতে সমস্যা পরিমাণ তুলনামূলকভাবে কম হয়। সেগুলোতে কোনরকম স্কিমিং ডিভাইস আটকে দেওয়ার প্রবণতাও কম থাকে। তাই এই ধরনের এটিএম ব্যবহার করতেই চেষ্টা করুন। 

8। এটিএম এর ভিতরে কোনরকম সাহায্যের প্রয়োজন হলে গার্ডকে সাহায্য করতে অনুরোধ করতে পারেন। তবে কোনোমতেই আপনার সেনসেটিভ ইনফরমেশন যেন তিনি না দেখতে পান। তবে মনে রাখবেন প্রকৃত গার্ড যিনি তিনি কখনই আপনার সেনসেটিভ ইনফর্মেশন দেখতেও চাইবেন না।

জেনেনিন : আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা কিভাবে চেক করবেন? অবশ্যই জেনে রাখুন 

9। অনেক সময় আমরা দেখি বিভিন্ন শপিংমলে তে বা রাস্তাঘাটে পুরস্কারের লোভ দেখিয়ে এটিএম কার্ডকে স্ক্যান করতে বলা হয়। আপনি যদি এটিএম কার্ড তাদের ডিভাইসে স্ক্যান করেন তাহলে তৎক্ষণাৎ হয়তো আপনি সামান্য কিছু পুরস্কার পাবেন। কিন্তু আপনার কার্ড টি কপি হয়ে থাকে তাদের কাছে। পরবর্তীকালে দেখবেন লাখ লাখ টাকা উঠে গেছে আপনার এটিএম থেকে আপনার অজান্তেই। তাই এই ধরনের কোন ফাঁদে পা দেবেন না। 

10। এখন কন্টাক্টলেস এটিএম কার্ড পাওয়া যায়। POS এর নির্দিষ্ট দূরত্বে আপনার কার্ড নিয়ে গেলেই অটোমেটিক পেমেন্ট হয়ে যায়। অথচ দেখা যায় এই ফিচার ব্যবহার করে আপনার পকেটে রাখা কার্ডের পাশাপাশি কেউ পিওএস ডিভাইস নিয়ে এসে টাকা তুলে নিচ্ছেন। এমন ঘটনা আমরা অনেকই দেখেছি। তাই প্রয়োজন না হলে এই অপশন অফ করে রাখতে পারেন। 

11। আপনার এটিএম কার্ডের নাম্বার, সিভিভি, এক্সপায়ারি ডেট কারোর সাথে শেয়ার করবেন না। এই সমস্ত তথ্য গুলো পেয়ে গেলেই আপনারা এটিএম কার্ড সাথে না থাকলেও টাকা তুলে নেওয়া সম্ভব বিশেষ বিশেষ ক্ষেত্রে। তাই সচেতন থাকুন। 

এই সমস্ত পদ্ধতিগুলোর যদি আপনি মেনে চলেন তাহলে আপনার এটিএম কার্ড অনেকটা সিকিওর থাকবে। আপনি ঠকে যাওয়ার হাত থেকে বাঁচবেন। আর আপনার কষ্টার্জিত টাকা রক্ষা পাবে। এমনকি ATM থেকে টাকা তুলতে গিয়েও আপনাকে সমস্যায় পড়তে হবেনা। 

অবশ্যই আর্টিকেল টিকে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আর তাদেরকে সচেতন করে দিন এই বিষয়ে। এরকমই লেটেস্ট ও গুরুত্বপূর্ণ টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।