জুনের 14 তারিখে হবে Honor Band 6 এর প্রথম সেল, দেখেনিন এর স্পেসিফিকেশন্স, দাম ও লঞ্চ অফার

honor band 6 will be sold on 14 june on flipkart price specifications

জনপ্রিয় ভাবে বর্তমান সময়ে Smart Band এর ব্যবহার লক্ষ্য করা যায়। একের পর এক অসাধারণ স্মার্টব্যান্ড নিয়ে ভারতের বাজারে হাজির হয়ে চলেছে বিভিন্ন সংস্থা। এবার আমাদের দেশে লঞ্চ হতে চলেছে Honor Band 6। সদ্য সদ্য এই Honor Band 6 এর স্পেসিফিকেশন প্রকাশ পেয়েছে।

কবে আসতে চলেছে Honor Band 6?

জানা গেছে এটি মাত্র কিছুদিন পরেই আমাদের দেশে লঞ্চ হতে চলেছে। MUKUL SHARMA একটি টুইটের মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন এটির প্রথম সেল হচ্ছে June 14th, 2021 তারিখে দুপুর ঠিক 12 টায়।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক Honor Band 6 এর স্পেসিফিকেশন!

Honor Band 6 এর Display কথা বলতে গেলে 1.47-inch AMOLED Touchscreen Display থাকছে এটির মধ্যে। এবং এর Screen Resolution 194 x 368 Pixels। 

এটিতে রয়েছে SpO2 Blood Oxygen Mevel, 24-hours Heart Rate এবং নিখুঁতভাবে Stress Levels Monitoring করার সুবিধা। একইসাথে পাবেন Bluetooth Support। এর ওজন মাত্র 18 Grams। এরই সাথে এটিতে রয়েছে Accelerometer এবং একটি Gyroscope Sensor।

ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এর ব্যাটারির কথা বলতে গেলে এটিতে আপনি পেয়ে যাবেন 180mAh ব্যাটারি, যা 14 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করবে। এই স্মার্টব্যান্ডটির বিশেষত্ব হলো এটি আপনি মাত্র 10 মিনিট চার্জ দিয়ে 3 দিন পর্যন্ত নির্ভাবনায় ব্যবহার করতে পারবেন। এটা সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে 65 minutes।

জেনেনিন : iPadOS 15 এ কোন কোন গুরুত্বপূর্ণ ফিচারস পেতে চলেছি আমরা? এখুনি জেনেনিন

এছাড়াও এই স্মার্টব্যান্ড পেয়ে যাবেন 10 Workout এবং Activity Modes। যার মধ্যে রয়েছে Outdoor Running, Indoor Running, Outdoor Walking, Outdoor Cycling, Indoor Cycling, Swimming, Free Training এর মত সুবিধা।

কোন কোন Colours এ আপনি Honor Band 6 পাবেন?

Meteorite Black, Sandstone Grey এবং Coral Pink এই 3 টি Colour ভেরিয়েন্ট আপনি এটি পেয়ে যাবেন।

দাম কত?

Honor Band 6 এর ভারতীয় মুদ্রায় দাম হতে চলেছে 3,999 টাকা। এছাড়াও 5% Cashback পাবেন Flipkart Axis Bank Credit Card এর ওপর। একই সাথে 75 টাকা ছাড় পাবেন UPI Transactions এর ক্ষেত্রে।