আজই‌ ‌শুরু‌ ‌হচ্ছে‌ ‌Realme‌ ‌C25s‌ ‌এর‌ ‌প্রথম‌ ‌সেল,‌ ‌জেনেনিন‌ ‌লঞ্চ‌ ‌অফার,‌ ‌স্পেসিফিকেশন্স‌ ‌ও‌ ‌কোথা থেকে‌ ‌কিনবেন‌

গতকালই রিয়েলমির তরফ থেকে চুপিচুপি লঞ্চ করে দেওয়া হয়েছিল এই Realme C25s স্মার্টফোনটিকে। আর আজ শুরু হচ্ছে তার প্রথম সেল। জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশনস, কোথা থেকে স্মার্টফোনটি কিনতে পারবেন এবং লঞ্চ অফার সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে। প্রথমেই জেনে নেব স্মার্টফোনটির স্পেসিফিকেশনস!

Realme C25s স্মার্টফোনটির স্পেসিফিকেশনস

স্মার্টফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন 6.5 ইঞ্চি এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে। অল্প টাকায় পাচ্ছেন Mediatek Helio G85 গেমিং প্রসেসর। থাকছে 6000mAh এর ব্যাটারি। আর তার সাথে 18W ফাস্ট চার্জার থাকছে। স্মার্ট ফোনটিতে পাচ্ছেন ইউএসবি টাইপ সি (USB Type C) পোর্ট। 

আর থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (Fingerprint Sensor)। ক্যামেরার কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা (Triple Camera)। যার প্রাইমারি সেন্সর হিসাবে থাকছে 13 মেগাপিক্সেল লেন্স, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের black-and-white লেন্স। এছাড়াও পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা। 

দুইটি কালার ভেরিয়েন্ট এই স্মার্টফোনটি এভেলেবেল রয়েছে। প্রথমটি Watery Blue এবং দ্বিতীয় Watery Grey। 

কখন শুরু হচ্ছে সেল? কোথা থেকে কিনবেন?

সেল শুরু হচ্ছে আজ দুপুরে ঠিক 12 টায়। কিনতে পারবেন Flipkart, Realme India-র অফিসিয়াল ওয়েবসাইট ও অফলাইন স্টোর থেকে। 

দাম এবং অফার 

স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে এভেলেভেল রয়েছে। 4GB-64GB এবং 4GB-128GB। 4GB-64GB এর দাম রাখা হয়েছে 9,999 টাকা। 4GB-128GB দাম রাখা হয়েছে 10,999 টাকা। রয়েছে অসাধারণ লঞ্চ অফার। Flipkart থেকে যদি এই স্মার্টফোনটি কেনেন এবং আপনার কাছে যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড (Flipkart Axix Bank Credit Card) থাকে তাহলে 5% আনলিমিটেড ক্যাশব্যাক (Unlimited Cashback) পেয়ে যাবেন। 500 টাকার ওপরে ফ্লিপকার্ট পেলেটার (Pay Later) অর্ডারে আপনি পেয়ে যাবেন 100 টাকার অফ। থাকছে নো কস্ট ইএমআই (No Cost EMI) এর সুবিধাও।

জেনেনিন : Shirley Temple কে শ্রদ্ধা জানিয়ে আজ গুগলের নতুন Doodle, জেনেনিন বিস্তারিত

আপনার কাছে যদি পুরনো স্মার্টফোন থাকে তাহলে এক্সচেঞ্জ অফারেও (Exchange Offer) এই নতুন স্মার্টফোনটিকে কিনে নিতে পারবেন। পেয়ে যেতে পারেন 9,350 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পুরনো স্মার্ট ফোন এক্সচেঞ্জ করার পরিবর্তে। মানে মাত্র 649 টাকায় আপনি এই স্মার্টফোনটা কিনে নিতে পারবেন।