অনলাইন আমরা বিভিন্ন ধরনের স্ক্যাম দেখি। আর সেই সমস্ত স্ক্যাম প্রয়োগ করে মানুষকে ঠকিয়ে নেওয়ার ধান্দায় মেতে রয়েছে একদল স্ক্যামাররা। এই বিষয়ে আমরা আপনাদের আগেও সচেতন করেছি। এবার আর এক স্ক্যাম আমাদের সামনে এলো।
কিভাবে হচ্ছে এই স্ক্যাম?
Vi এবং এবং Airtel কাস্টমার দের মেসেজ করা হচ্ছে এই স্ক্যামে। যে মেসেজে তাদেরকে KYC ভেরিফিকেশন করতে বলা হচ্ছে। মেসেজে এটা লেখা রয়েছে যে ভেরিফিকেশন পেন্ডিং (Verification Pending) হয়ে রয়েছে আপনার। খুব দ্রুততার সাথে এই ভেরিফিকেশন না করলে ফোন নাম্বার ব্লক করে দেওয়া হবে এমনও লেখা থাকছে।
জেনেনিন : Airtel এর 598 ও Vi এর 599 প্রিপেইড প্ল্যান দুটির মধ্যে কোনটিতে বেশি সুবিধা পাবেন?
শুধু এখানেই থেমে থাকছে না ব্যাপারটা। এক কাস্টমার টুইট করেছেন। সেই টুইট থেকে দেখা যাচ্ছে তার জিও নাম্বারে পাঠানো হয়েছে এয়ারটেল এর কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য মেসেজ!
অবশ্যই আর বলে দিতে হবে না, এই সমস্ত ব্যাপারগুলি স্ক্যাম। আপনি যখন তাদের দেওয়া নাম্বারে কল করবেন তখন আপনার কাছ থেকেই সেনসেটিভ ইনফর্মেশন চেয়ে নেওয়া হবে। আবার কোন কোন সময়ে কায়দা করে আপনার একাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়াও হতে পারে।
কি করে বুঝবেন এই সমস্ত মেসেজগুলো স্ক্যাম?
প্রথমত এইরকম ভাবে মেসেজ পাঠিয়ে কোন টেলিকম কোম্পানি এখন ভেরিফিকেশনের জন্য তথ্য দিতে বলে না। এই বিষয়ে Airtel ও Vi সহ সমস্ত টেলিকম অপারেটররা এখন তাদের কাস্টমারদের SMS করে সচেতন করে চলেছেন।
জেনেনিন : জুনের 14 তারিখে হবে Honor Band 6 এর প্রথম সেল, দেখেনিন এর স্পেসিফিকেশন্স, দাম ও লঞ্চ অফার
আপনাকে কল বা মেসেজ করে যদি আপনার আধার নাম্বার (Aadhar) থেকে শুরু করে আপনার প্যান (PAN) বা এই ধরণের কোন ইনফরমেশন চাওয়া হয়। তাহলে দয়া করে সেগুলো দেবেন না। আপনার ফোনে যদি কোন ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করতে বলা হয় দয়া করে সেগুলো করা থেকে বিরত থাকুন। এইভাবে ই-কেওয়াইসি করেনা টেলিকম অপারেটররা।
আর তাছাড়াও ভালো করে এই ধরনের মেসেজ গুলোকে খেয়াল করে দেখুন। তাহলেই দেখবেন সেগুলো ভুলে ভরা। নানারকম গ্রামাটিক্যাল মিসটেক থেকে শুরু করে স্পেলিং মিসটেকে ভর্তি থাকে সেগুলো।
সেগুলো দেখেই আপনি বুঝতে পেরে যাবেন যে এগুলো ফ্রড। তাই আপনি যদি Airtel এবং Vi কাস্টমার হয়ে থাকেন সচেতন থাকুন। এইরকম কোন মেসেজ পেলে সেগুলোতে রেসপন্স করার প্রয়োজন নেই।