সরকারি কাজ ঘরে বসেই করে নিন, দেখেনিন ভারত সরকারের নিজস্ব Mobile App গুলি

ভারত সরকারের লঞ্চ করা এমন অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোর সাহায্যে খুব সহজেই আপনার স্মার্টফোন থেকেই সরকারি অনেক কাজ-কর্ম আপনি এগিয়ে নিতে পারবেন। বা সরকারি বিষয়ক অনেক সুবিধা পেয়ে যাবেন আপনার স্মার্টফোনেই। 

আজকের এই আর্টিকেলে এমনই গুরুত্বপূর্ণ কয়েকটি সরকারি অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনাকে জানাবো। অবশ্যই এই অ্যাপ্লিকেশন গুলো সকল ভারতীয়দের ব্যবহার করা উচিত।

ভারত সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ Mobile Application 

প্রথমেই যে অ্যাপ্লিকেশনটা সম্পর্কে আপনাকে বলব তার নাম My Gov !

My Gov

এই অ্যাপ্লিকেশনের সাহায্যে গভর্মেন্টের বিভিন্ন কার্যকলাপের ব্যাপারে আপনি ফিডব্যাক দিতে পারবেন। অর্থাৎ আপনার নিজস্ব মতামত পেশ করতে পারবেন। আপনি ভারত সরকারের বিভিন্ন স্কিম সম্পর্কে খুব সহজেই জানতে পারবেন এই অ্যাপ্লিকেশনে। 

Voter Helpline

এই অ্যাপ্লিকেশনটা ইলেকশন কমিশনের অফিশিয়াল অ্যাপ্লিকেশন। নতুন ভোটার রেজিস্ট্রেশন এর ফরম সাবমিশন থেকে শুরু করে অন্য জায়গায় শিফটিং এছাড়াও Electrol সার্চ বা এই সম্পর্কিত কোন রকম কমপ্লেন ফাইল করা সমস্ত কিছু এখন থেকে করা হবে। 

তারি সাথে পোলিং অফিসারদের সম্পর্কে সমস্ত তথ্য এই অ্যাপ্লিকেশন থেকে পেয়ে যাবেন। ভোটার কার্ডের যাবতীয় তথ্য এই অ্যাপ্লিকেশন থেকে সংশোধন বা পরিবর্তন করার সুযোগ পেয়ে যাবেন। নিঃসন্দেহে এটা একটি খুব কাজের অ্যাপ্লিকেশন।

mPassport Seva

ভারত সরকারের mPassport Seva অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি খুব সহজেই পাসপোর্ট সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এখানে আপনি আপনার পাসপোর্ট এপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন। তার সাথে কাছাকাছি যে সমস্ত পাসপোর্ট সেবা কেন্দ্র গুলো রয়েছে সেগুলো লোকেট করতে পারবেন।

পাসপোর্ট অ্যাপ্লাই এর যাবতীয় পদ্ধতি এখান থেকে জেনে নিতে পারবেন। এককথায় বলা যায় পাসপোর্ট যদি আপনি বানাতে চান তাহলে এই অ্যাপ্লিকেশন টা আপনার অনেক কাজে দেবে। 

UMANG অ্যাপ্লিকেশন 

এখানে ভারত সরকারের অনেক ডিপার্টমেন্টের সুবিধা এক জায়গা থেকে উপভোগ করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের সাহায্যে। অ্যাপ্লিকেশনের মধ্যে আধার সম্পর্কিত কার্যকলাপ, তার সাথে ডিজি লকার এবং এই রকম আরও অনেক সুবিধা পেয়ে যাবেন। 

ভারত সরকারের হেলথকেয়ার, ফাইন্যান্স, এডুকেশন হাউসিং, Energy সম্পর্কিত স্কিমের সমস্ত তথ্য এই অ্যাপ্লিকেশন থেকে জানতে পারবেন।  নিঃসন্দেহে একটি দারুণ অ্যাপ্লিকেশন।

mParivahan 

আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এই অ্যাপ্লিকেশন টা আপনার অনেক কাজে দেবে। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনার ড্রাইভিং লাইসেন্সের ডিজিটাল কপি আপনি আপনার স্মার্টফোনের মধ্যে সব সময় রেখে দিতে পারবেন। যেটা যেকোনো সময় কাজে লাগতে পারে।

আপনার শুধু ড্রাইভিং লাইসেন্স এর ডিজিটাল কপিই নয়। গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে শুরু করে আপনার ইনসিওরেন্স সম্পর্কিত যাবতীয় বিষয়বস্তু এই অ্যাপ্লিকেশনে আপনি সেভ করে রেখে দিতে পারবেন। যেগুলো কাজে আসে এমার্জেন্সি সময়ে। 

Consumer App

ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স এর তৈরি অ্যাপ্লিকেশন এটি। এখানে কনজিউমার হিসাবে আপনার বিভিন্ন রকম সমস্যার কমপ্লেইন করতে পারবেন সরাসরি।

আপনার কমপ্লেন এর স্ট্যাটাস আপনি ট্রাক করতেও পারবেন। আর তার সাথে এই কনজিউমার সম্পর্কিত যাবতীয় তথ্য এই অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবেন খুব দ্রুত সেই সমস্যার সমাধান হয়ে যাবে এই অ্যাপের সাহায্যে।

Aarogya Setu অ্যাপ্লিকেশন 

করোনা ভাইরাস থেকে ভারতীয়দের যাবতীয় সুযোগ-সুবিধা পাইয়ে দিতে এবং তার সাথে Contact ট্রেসিং করতে এই অ্যাপ্লিকেশনটি ডেভলপ করেছিল ভারত সরকার।

জেনে নিন : ফেসবুক আনতে চলেছে তদের নিজস্ব স্মার্টওয়াচ, জেনেনিন কি কি বিষয় আলাদা থাকবে ?

করোনাভাইরাস সম্পর্কিত সমস্ত তথ্য এই অ্যাপ্লিকেশনে আপনি পেয়ে যাবেন। এমনকি আপনি কোন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অ্যাপ্লিকেশন আপনাকে এলার্ট দিয়ে সচেতন করে দেবে। নিঃসন্দেহে খুবই প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন এটা। অবশ্যই আপনার স্মার্টফোনে এই অ্যাপ গুলি ব্যবহার করুন আর অনেক সরকারি কাজ ঘরে বসেই সেরে ফেলুন।

সমস্ত লেটেস্ট টেক নিউজ সবার আগে পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে