আজ রয়েছে POCO M3 স্মার্টফোনের দ্বিতীয় সেল, কয়েকটি বিষয় আপনাকে খেয়াল রাখতেই হবে

poco m3

ভারতে আজ রয়েছে POCO M3 স্মার্টফোনের দ্বিতীয় সেল। স্মার্টফোন নিয়ে স্বভাবতই সকলেই প্রচন্ড রকমের উত্তেজিত। POCO জানিয়েছে প্রথম সেলে তারা এই স্মার্টফোনের 1.5 লক্ষ ইউনিট বিক্রি করেছে। তিনটে কালার ভেরিয়েন্ট স্মার্টফোন পাবেন কিন্তু এই স্মার্টফোন কেনার আগে আজকের সেলে কয়েকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে।

কি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে 

POCO M3 স্মার্টফোনে তিনটে কালার ভেরিয়েন্ট আপনি পাবেন Power Black, Cool Blue এবং Yellow অর্থাৎ হলুদ কালার। এই হলুদ কালারের ডিমান্ড প্রচন্ড রকমের বেশি। নিঃস্বন্দেহে এটি দেখতেও অসাধারণ সুন্দর লাগছে। পোকো জানিয়েছে প্রথম সেলে এই হলুদ কালারই সবার আগে আউট অফ স্টক হয়ে গিয়েছিল।

সেই জন্য পোকো শুধুমাত্র এই হলুদ কালারের POCO M3 স্মার্টফোনের সেল করবে ফেব্রুয়ারি 19 তারিখ। হলুদ কালার স্পেশাল এই সেলের নাম তারা দিয়েছে POCO M3 হ্যালো ইয়েলো সেল। 19 তারিখ দুপুর 12 টা থেকে আপনি ইয়োলো কালার ভেরিয়েন্ট কিনতে পারবেন। নানান তথ্য অনুযায়ী আজকের সেলে আমরা পাবো শুধুমাত্র Cool Blue এবং Power Black ভ্যারিয়েন্ট। 

তাই আপনি যদি হলুদ রঙের এই স্মার্টফোন টা কিনতে চাইছেন তাহলে এই সেলে অসফল হলেও ফেব্রুয়ারি 19 তারিখ আপনি অবশ্যই চেষ্টা করে দেখুন। 

POCO M3 স্মার্টফোনের দাম, Offer

POCO M3 স্মার্টফোন 6GB- 64GB ভেরিয়েন্ট এর দাম হয়েছে 10,999 টাকা এবং 6GB- 128GB ভেরিয়েন্ট এর দাম রয়েছে 11,999 টাকা। 

জেনে নিন : Gmail এর খুবই গুরুত্বপূর্ণ ও গোপন ট্রিক্স, অদৃশ্য হওয়া ও পাসওয়ার্ড প্রটেক্টেড ইমেইল, এখুনি জেনেনিন

অবশ্যই ফ্লিপকার্ট এর মাধ্যমে যেহেতু Sale হবে Axix ব্যাঙ্ক ক্রেডিট কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি 5% আনলিমিটেড ক্যাশব্যাক পেয়ে যাবেন। 

POCO M3 স্পেসিফিকেশনস  

POCO M3 স্মার্টফোনে আপনি পাবেন ট্রিপল ক্যামেরা সেট আপ। এর প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেলের, 6000mh ব্যাটারি এবং তারসাথে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর পাবেন। রয়েছে 16.59 সেন্টিমিটারে ফুল এইচডি প্লাস ডিসপ্লে।

সমস্ত লেটেস্ট টেক নিউজ সবার আগে পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ Telegram গ্রুপে !