দুর্দান্ত স্পেসিফিকেশন্স সমেত লঞ্চ হয়ে গেল Gopro Hero10 Black, রয়েছে হতবাক করা ফিচার্স, এখুনি জেনেনিন দাম ও স্পেসিফিকেশন্স

GoPro Hero10 Black

বহু প্রতীক্ষার পর অবশেষে Gopro Hero10 Black ফ্ল্যাগশিপ একশন ক্যামেরা লঞ্চ হয়ে গেল গ্লোবালি। আর নিঃস্বন্দেহে দুর্দান্ত স্পেসিফিকেশন্স রয়েছে এই নতুন একশন ক্যামেরাতে। রয়েছে নতুন GP2 প্রসেসর ও তার সাথে 5.3K ভিডিও শুট করতে সক্ষম এটি। 

Gopro Hero10 Black স্পেসিফিকেশন্স

এই একশন ক্যামেরার সমস্ত স্পেসিফিকেশনস জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। Gopro Hero10 Black এর মধ্যে রয়েছে 23.6 মেগাপিক্সেলের এর সেন্সর। যা 60fps-এ 5.3K ভিডিও শুট করতে সক্ষম। 120fps-এ 4K ভিডিও শুট করতে সক্ষম। 240fps-এ 2.7K ভিডিও শুট করতে সক্ষম। যা এককথায় অবিশ্বাস্য হলেও সত্যি। অর্থাৎ সুপার স্লোমো ভিডিও রেকর্ড করা যাবে এই ক্যামেরার সাহায্যে। 

এরমধ্যে ব্যবহার করা হয়েছে অত্যধিক পাওয়ারফুল নতুন GP2 প্রসেসর। যা দুর্দান্ত সুবিধা এনে দেবে এই একশন ক্যামেরা তে। তারই সাথে রয়েছে হাইপার স্মুথ 4.0 ভিডিও স্টেবিলাইজেশনের সুবিধাও। যা খুব শেকী অবস্থাতেও স্মুথ ও স্টেবিলাইজড ভিডিও এক্সপেরিয়েন্স প্রদান করবে। রয়েছে হরাইজন লেভেলিং এর সুবিধাও।  

সামনের ক্যামেরা লেন্স এর পাশেই কালার ডিসপ্লে ইনক্লুড করা রয়েছে এই একশন ক্যামেরাতে এবং ব্যাক সাইডের টাচ ডিসপ্লে রয়েছে। যার মধ্যে টাচ টু জুম ফিচার পাওয়া যাবে। পাওয়া যাবে 1080p ওয়েবক্যামও। থাকছে SuperPhoto+ HDR, Night Lapse Video-র সুবিধা। এমনকি পাওয়া যাবে RAW ফটো ক্যাপচার করার সুবিধা ও TimeWrap 3.0। এমনকি 11 টি ভাষাতে 13 টি ভয়েস কন্ট্রোল কমান্ডের সুবিধাও পাওয়া যাবে এই ক্যামেরার মধ্যে। যা রীতিমতো বিস্মিত করেছে আমাদের সকলকে।  

জেনে নিন : Realme-র সাব ব্র্যান্ড Dizo লঞ্চ করে দিল Dizo Watch 2 এবং Dizo Watch Pro, রয়েছে দুর্দান্ত ফিচারস, এক নজরে দেখে নেওয়া যাক এর স্পেসিফিকেশন্স এবং দাম

10 মিটার পর্যন্ত ওয়াটারপ্রুফ সেল দেওয়া থাকছে এই ক্যামেরার সাথে। থাকছে তিনটি মাইক্রোফোন এর সুবিধা। চমকের এখানেই শেষ থাকছে না। ভিডিও রেকর্ডিংয়ের সময় হওয়ার নয়েজ নিয়ে সমস্যায় পড়তে হয় অনেককেই। সেই নয়েজ রিমুভ করার জন্য থাকছে এডভান্স নয়েজ রিডাকশন ফিচার। থাকছে 1,720mAh-এর ব্যাটারি। আর এই ব্যাটারীতে চার্জ দেওয়ার জন্য ফাস্ট চার্জিং এর সুবিধাও থাকছে। 

সমস্ত কিছু মিলিয়ে GoPro-র এই নতুন একশন ক্যামেরা রীতিমতো চমক নিয়ে এসেছে এবার। 

Gopro Hero10 Black-এর দাম ও সেল ডেট

আমাদের দেশে এই একশন ক্যামেরার দাম রাখা হয়েছে 54,500 টাকা। জানানো হচ্ছে এর বিক্রি হবে ফ্লিপকার্ট, অ্যামাজন, ক্রমা এবং তার সাথে অফলাইন স্টোরেও বিক্রি করা শুরু হবে নভেম্বরের প্রথম দিক থেকে।

তাই নিঃসন্দেহে আপনিও যদি এই একশন ক্যামেরা নিতে চান, তাহলে আর কিছু দিনের অপেক্ষা আপনাকে করতে হবে।