YouTuber? ইউটিউব এর এই গুরুত্বপূর্ণ ফিচারটি এবার মাত্র 500 সাবস্ক্রাইবারে পেয়ে যাবেন, নতুন ইউটিউবার দের জন্য খুশির খবর

YouTube ShresthoTech

আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনার জন্য খুশির খবর নিয়ে চলে এসেছে ইউটিউব (YouTube)। এতদিন পর্যন্ত YouTube-এর কমিউনিটি ট্যাব (Community Tab) পাওয়ার জন্য কমপক্ষে 1,000 সাবস্ক্রাইবার হতে হতো আপনার চ্যানেলে। এবার এই 1000 এর মার্ককেই কমিয়ে মাত্র 500 টায় নিয়ে চলে এসেছে ইউটিউব।

নতুন ইউটিউবার দের জন্য খুশির খবর

অর্থাৎ এবার থেকে শুধু মাত্র 500 সাবস্ক্রাইবার হলে আপনি ইউটিউবে কমিউনিটি ট্যাব এনেবেল করে ফেলতে পারবেন। এবং ভিডিও পোস্ট করার পাশাপাশি আপনার চ্যানেল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনার সাবস্ক্রাইবারদের জানাতে পারবেন এই ইউটিউব কমিউনিটি ট্যাব এর মাধ্যমেই। 

কমিউনিটি ট্যাব নিঃসন্দেহে এক অত্যন্ত পাওয়ারফুল মাধ্যম ইউটিউবে সাবস্ক্রাইবারদের সাথে কানেক্ট করার জন্য! এখানে খুব সহজেই ছবি থেকে শুরু করে GIF, Poll এমনকি ভিডিও পোস্ট করে সাবস্ক্রাইবারদের সাথে কানেক্ট করতে পারেন ইউটিউব এর মধ্যে থেকেই। নিঃসন্দেহে এটি খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ হয়ে যায় চ্যানেলের গ্রোথ এবং ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে। 

জেনেনিন : আবার ব্লাস্ট করল OnePlus Nord 2 5G, এই ঘটনা রীতিমতো চিন্তার বিষয়

আর এই সুবিধা মাত্র 500 সাবস্ক্রাইবার এ নিয়ে চলে এসে ইউটিউব এই গুরুত্বপূর্ণ ফিচার কে আরও সকলের মধ্যে ছড়িয়ে দিতেই চাইছে। যেটা নিঃসন্দেহে নতুন চ্যানেলের জন্য অত্যন্ত  উপকারী হয়ে দাঁড়াবে। শুধু মাত্র এখানেই নয় আগামী কয়েকদিনে ইউটিউব কমিউনিটি ট্যাবে আরো গুরুত্বপূর্ণ আপডেট আসবে। যেগুলো নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। 

কবে থেকে আপনি এই সুবিধা উপলব্ধ করতে পারবেন? 

এই সুবিধা উপলব্ধ করতে পারবেন আগামী মাসের অর্থাৎ অক্টোবরের 12 তারিখ থেকে। তাই আপনি যদি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হন নিঃসন্দেহে এটা আপনার জন্য খুশির খবর।

সমস্ত রকম লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।