বেশি বেশি ডেটার প্রয়োজন? Airtel নিয়ে এল নতুন ডেটা প্যাক, অবশ্যই জেনে নিন

Airtel Prepaid Plan ShresthoTech

যারা বেশি বেশি পরিমাণে ডেটা কনজিউম করেন তাদের জন্য নতুন এক এড-অন ডেটা প্যাক লঞ্চ করে দিল এয়ারটেল (Airtel)। আর এই প্যাক টির দাম 119 টাকা। চলুন জেনে নেওয়া যাক নতুন এই অ্যাড-অন ডেটা প্যাকে কি কি বেনিফিট নিয়ে এসেছে এয়ারটেল। 

এয়ারটেল লঞ্চ করে দিল নতুন 119 টাকার এড-অন ডেটা প্যাক 

এয়ারটেলের এই 119 টাকার এড-অন প্যাকে কোন রকম ভয়েস কলিং (Voice Calling)-এর বেনিফিট পাওয়া যাবেনা। এর নাম শুনেই আমরা বুঝতে পারছি আমাদের একটিভ থাকা প্রিপেড প্ল্যান এর উপর অ্যাডিশনাল ডেটার সুবিধা পাওয়া যাবে এই প্ল্যান এর মাধ্যমে।

এর সাথেই এই 119 টাকার এই প্ল্যানে পাওয়া যাবে 15 জিবি 4G ডেটা। এর ভ্যালিডিটি সম্পর্কে আপনার মনে যদি প্রশ্ন জাগে, তাহলে জানিয়ে রাখা ভাল এটা একটি অ্যাড-অন প্যাক। আপনার বর্তমানে একটিভ থাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটিই এর ভ্যালিডিটি। এর নিজস্ব আলাদা কোন ভ্যালিডিটি নেই। 

জেনেনিন : সস্তায় ভালো ব্লুটুথ স্পিকার প্রয়োজন? Realme লঞ্চ করে দিল Realme Cobble Bluetooth Speaker ও Realme Pocket Bluetooth Speaker

আর এর সাথে আপনি কোন রকম এসএমএস বেনিফিট পাবেন না। শুধুমাত্র যদি আপনার অ্যাডিশনাল ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি এই প্ল্যানটিকে কাজে লাগাতে পারবেন। তবে এটা ছাড়াও এই প্লানে আপনি পেয়ে যাবেন এক্সট্রিম মোবাইল প্যাক এর বেনিফিট। যেখানে ইরোস নাও, হইচই, ম্যানরাম ম্যাক্স চ্যানেলগুলোর মধ্যে যেকোনো একটিকে 30 দিন আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন এয়ারটেল এক্সট্রিম অ্যাপ্লিকেশনের মাধ্যমে। 

তাই আপনি যদি এয়ারটেলের কাস্টমার হয়ে থাকেন এবং আপনার যদি অ্যাডিশনাল ডেটার প্রয়োজন হয় তাহলে নিঃসন্দেহে এই প্ল্যানটিকে আপনি ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র এই প্ল্যানটিই নয়, আরো বেশকিছু এই ধরনের প্যাকেজ রয়েছে এয়ারটেলের। তারমধ্যে উল্ল্যেখ যোগ্য হল 48 টাকা, 78 টাকা, 89 টাকার প্ল্যান গুলো যার মধ্যে বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যাবে এই ধরণের ডেটা বেনিফিটের ক্ষেত্রে।