চলছে Flipkart Electronics Sale, আকর্ষণীয় অফার Smartphone সহ নানান প্রোডাক্টের উপর, মিস করবেন না

get huge discounts on electronics products in flipkart electronics sale

অনলাইনে কেনাকাটা চাহিদা এখন ব্যাপকভাবে বেড়ে চলেছে আর বাড়বে নাইবা কেন পছন্দমত অনেক প্রয়োজনীয় জিনিস অসাধারণ ডিসকাউন্টে আমরা ই-কমার্স প্লাটফর্মে পেয়ে থাকি। সম্প্রতি সর্বসাধারণের জন্য Flipkart নিয়ে এলো ইলেকট্রনিক্স জিনিস এর উপর অসাধারণ ডিসকাউন্ট। ফ্লিপকার্ট তরফ থেকে জানানো হয়েছে তাদের এই Electronics Sale! 17 থেকে 21 May তারিখ পর্যন্ত চলবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের ওপর এই অসাধারন ছাড় রয়েছে।

কোন জিনিসের ওপর এই অসাধারন ছাড় রয়েছে?

Oppo A53s 5G

স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.52 ইঞ্চি HD+ Display। এছাড়াও পেয়ে যাবেন মিডিয়াটেক ডায়মেনসেটি 700 প্রসেসর। এটিতে আপনি পেয়ে যাবেন (13MP+2MP+2MP) সম্পন্ন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং 8MP সেলফি ক্যামেরা। একই সাথে রয়েছে 5000mAh এর অসাধারণ ব্যাটারি। 6GB & 128GB স্টোরেজ সম্পন্ন বর্তমানে এই মোবাইলটি Flipkart এর তরফ থেকে দাম রাখা হয়েছে 14,990 টাকা। এছাড়াও আপনি যদি একজন HDFC ব্যাংকের গ্রাহক হন তাহলে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট। একই সাথে Flipkart Axis Bank Credit Card এ পেয়ে যাবেন 5% ক্যাশব্যাক।

POCO X3 Pro

এই স্মার্টফোনটিতে থাকছে 6.67 ইঞ্চি HD+ Display। এছাড়াও পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 প্রসেসর। এটিতে আপনি পেয়ে যাবেন (48MP+8MP+2MP+2MP) সম্পন্ন কোয়াড ক্যামেরা সেটআপ এবং 20MP ফ্রন্ট ক্যামেরা। এরই সাথে রয়েছে 5160mAh এর অসাধারণ ব্যাটারি। 6GB & 128GB স্টোরেজ সম্পন্ন বর্তমানে এই মোবাইলটি Flipkart এর তরফ থেকে দাম রাখা হয়েছে 18,999 টাকা। এছাড়াও আপনি যদি একজন  HDFC ব্যাংকের গ্রাহক হন তাহলে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট 1000 টাকা ডিসকাউন্ট। একই সাথে Flipkart Axis Bank Credit Card এ পেয়ে যাবেন 5% ক্যাশব্যাক।

Samsung Galaxy F62

এই স্মার্টফোনটিতে থাকছে 6.7 ইঞ্চি Full HD+ Display। এছাড়াও পাবেন Exynos 9825 প্রসেসর। এটিতে আপনি পেয়ে যাবেন (64MP+12MP+5MP+5MP) সম্পন্ন কোয়াড ক্যামেরা সেটআপ এবং 32MP ফ্রন্ট ক্যামেরা। এরই সাথে রয়েছে 7000mAh এর অসাধারণ ব্যাটারি। 6GB & 128GB স্টোরেজ সম্পন্ন বর্তমানে এই মোবাইলটি Flipkart এর তরফ থেকে দাম রাখা হয়েছে 17,999 টাকা। এছাড়াও আপনি যদি একজন HDFC ব্যাংকের গ্রাহক হন তাহলে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট 1000 টাকা ডিসকাউন্ট। একই সাথে Flipkart Axis Bank Credit Card এ পেয়ে যাবেন 5% ক্যাশব্যাক।

Boat Airdopes 131 Bluetooth headset

এই অসাধারণ ব্লুটুথ হেডসেটটি IWP Technology ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এডিত আমি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর সুবিধা। এটির ওয়ারলেস রেঞ্জ 10 মিটার। টাইপ C-পোর্ট  ব্যবহারের ফলে এটি চার্জ হতে সময় লাগে 2 ঘন্টা এবং 15 ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাকের সুবিধা প্রদান করে। বর্তমানে এটির দাম 1,299 টাকা। একই সাথে Flipkart Axis Bank Credit Card এ পেয়ে যাবেন 5% ক্যাশব্যাক।

জেনে নিন : Pre-registration পেজেই রয়েছে এই সাংঘাতিক ভুল, আবার ব্যান হয়ে যেতে পারে Battlegrounds Mobile India?

GIONEE GSW5 Thermo Smartwatch

এটিতে আপনি এটিতে আপনি পেয়ে যাবেন টেম্পারেচার সেন্সর সম্পন্ন ব্লাড অক্সিজেন ইন্ডিকেটর। এরই সাথে টি তে রয়েছেHeart Rate Monitor। এটি Waterproof IP68 এর ওপর নির্ভর করে তৈরি। এছাড়াও একই সাথে পাবেন Calorie Meter, touch screen, fitness & outdoor এর সুবিধাও। বর্তমানে এটির দাম রাখা হয়েছে 1,899 টাকা। এছাড়াও আপনি যদি একজন HDFC ব্যাংকের গ্রাহক হন তাহলে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট 1000 টাকা ডিসকাউন্ট। একই সাথে Flipkart Axis Bank Credit Card এ পেয়ে যাবেন 5% ক্যাশব্যাক।

আপনি এই “Electronic Sale” এ আরও বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস যেমন AC, ফ্রিজ, টিভি, ট্রিমার প্রভৃতি electronics-gadgets হিউজ ডিসকাউন্টে পেতে চলেছেন। তাই আপনি যদি কোন ইলেকট্রনিক্স জিনিস কেনার কথা ভাবেন তাহলে আর দেরি না করে এখনি Flipkart ভিজিট করুন।