বর্তমানে অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে টেক্কা দেবার লক্ষ্যে ভারতের বাজারে এগিয়ে চলেছে Vi। Vodafone & idea একত্রিত হয়ে তাদের বিজনেস পদ্ধতিকে আরো শক্ত করে তুলেছে। এবং রীতিমত তাদের গ্রাহক সংখ্যাও বাড়িয়ে চলেছে।
আপনি যদি একজন Vi গ্রাহক হয়ে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের আর্টিকেলে আপনাদের জানাবো, কিভাবে আপনি আপনার Vi নেটওয়ার্কে Caller Tune সেট করবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত!
কিভাবে আপনি আপনার Vi নেটওয়ার্কে Caller Tune/হ্যালোটিউন সেট করবেন?
সর্বপ্রথম আপনি আপনার Vi Callertunes app টি Google প্লে-স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিন। এরপর app টি Open করেনিন। দেখবেন সেখানে আপনার মোবাইল নাম্বার সংযুক্ত করার জায়গা রয়েছে। এবার আপনার যথাযথ মোবাইল নাম্বারটি সেখানে পুট করে দিন।
মোবাইল নম্বর সংযুক্ত করার সাথে সাথেই আপনার কাছে একটি OTP আসবে। এবং সেটিও নির্দিষ্ট জায়গায় পুট করুন। এরপর অ্যাপ্লিকেশনটিতে যে সমস্ত পারমিশন চাওয়া হবে সেগুলি ভালোভাবে পড়ে একসেপ্ট করেনিন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি দেখতে পাবেন সেখানে বিভিন্ন ধরনের Caller Tunes রয়েছে। যেমন latest releases, tunes of the day ইত্যাদি।
এরই সাথে আপনি হোমস্ক্রিনে profile Section এবং Store Section দেখতে পাবেন। এবার আপনার পছন্দমতো Section থেকে Caller Tunes সিলেক্ট করে প্লে করে নিন। তারপর আপনি Set অপশনটি ক্লিক করুন।
আপনার Vi Caller Tunes সেট হয়ে গেলে গেলে আপনি সাথে সাথেই একটি SMS পেয়ে যাবেন। ব্যাস এইটুকু করলেই আপনার Caller Tunes সেট হয়ে যাবে।
তবে Profile section এবং Store Section এর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। Profile Section এর ক্ষেত্রে আপনি নির্দিষ্ট কয়েকটি Caller Tunes বিনামূল্যে পেতে পারেন। Store Section থেকে আপনার পছন্দের Caller Tunes বেছে নিতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে কিছু পরিমাণ অর্থ খরচ করতে হবে। যার মধ্যে 49, 69, 99, 249 টাকার প্ল্যান রয়েছে।
জেনে নিন : ইউটিউবের অসাধারণ কয়েকটি স্বাস্থ্যকর সেটিংস যা আপনার অবশ্যই জানা উচিত
এছাড়াও আপনি http://vicallertunes.in/home Website এর মাধ্যমেও একই পদ্ধতি অবলম্বন করে Vi Caller Tunes set করতে পারবেন।
এর সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনি এখানে বিভিন্ন ভাষার Songs Caller Tunes হিসাবে সেট করার সুবিধা পেয়ে যাবেন। যার মধ্যে রয়েছে Hindi, English, Tamil, Telugu, Malayalam, Kannada, Odiya, Bengali, Assamese, Marathi, Gujarati, Bhojpuri, এবং Punjabi।
প্রতিদিনের ফোনকলের রীতিমতো একঘেয়েমি রিংকল আমাদের মানসিক ভাবে বিরক্তবোধ করায়। তাই সে ক্ষেত্রে Vi এর এই অসাধারণ পরিষেবা তাদের গ্রাহকদের নিশ্চিন্তে আনন্দ দেবে বলে মনে করা হচ্ছে।
সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।