Facebook-এর নাম পরিবর্তন হতে চলেছে! এই সিদ্ধান্তে হতবাক সকলেই, জেনেনিন কি তাদের প্ল্যান

facebook might soon change name plans to create a metaverse

সারা বিশ্বজুড়েই অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক (Facebook)। 2004 সালে তাদের যাত্রা শুরু করেছিল তারা এবং তারপর থেকে বহু পথ অতিক্রম করে ফেসবুক এখন বিশ্বজুড়ে প্রায় সকলের কাছেই অত্যন্ত চেনা নাম। এবার তাদের এই নামটাই চেঞ্জ করতে চলেছে তারা। এমনটাই শোনা যাচ্ছে The Verge-এর থেকে পাওয়া এক তথ্য অনুযায়ী। যদিও এখনো পর্যন্ত জানা যায়নি কোন নাম তারা দেবে বা নাম পরিবর্তন করে ঠিক কেমন ধরনের নাম রাখতে চলেছে তারা। তবুও এটা প্রায় নিশ্চিত আগামী সপ্তাহেই পরিবর্তন সম্পর্কে জানানো হবে ইউজারদের। 

Facebook-এর নাম পরিবর্তন হতে চলেছে 

এই বিষয়ে বিস্তারিত জানিয়ে The Verge-এর তরফ থেকে এক প্রতিবেদন লেখা হয়। যেখানে দেখা যাচ্ছে ফেসবুক একটি মেটাভার্স তৈরি করতে চলেছে তার সমস্ত প্লাটফর্ম গুলোকে নিয়ে। এর জন্যই এই রিব্র্যান্ডিং প্রসেস এর উপর কাজ চালিয়ে যাচ্ছে তারা। আগামী 28 তারিখে অর্থাৎ এই মাসেরই 28 তারিখে রয়েছে ফেসবুকের কানেক্ট (Connect) কনফারেন্স। এই কনফারেন্সের মাধ্যমেই মনে করা হচ্ছে এই রিব্র্যান্ডিং এর বিষয়ে সমস্ত কিছু জানাবে তারা।

জেনেনিন : সস্তায় বাজিমাত, কেমন হবে JioPhone Next? লঞ্চের আগেই জানা গেল কনফার্ম স্পেসিফিকেশন্স Google Play Console-এর মাধ্যমে

ফেসবুকের এই মেটাভার্স থাকবে তাদের সমস্ত প্রোডাক্ট গুলি নিয়েই। AR ও VR প্রযুক্তির উপরই তৈরি করবে এটিকে। ঠিক যেমনটা আমরা সায়েন্স ফিকশন মুভি গুলোতে দেখতে পায়। যার মধ্যে ফেসবুকের অধীনে থাকা সমস্ত প্লাটফর্ম গুলিকে একসেস করতে পারা যাবে। 

এই বিষয়ে অনেক ফেসবুক ইউজার খুশি নাও হতে পারেন। তবুও এই রিব্র্যান্ডিং ব্যাপারটা প্রথম নয়। এর আগেও আমরা দেখেছিলাম বিশ্ব বিখ্যাত টেক কোম্পানি গুগল (Google) তাদের আলাদা হোল্ডিং কোম্পানি তৈরি করেছিল। যার নাম ছিল Alphabet Inc. আর এর মাধ্যমেই তারা অন্যান্য ক্ষেত্রেও তাদের ব্যবসা সম্প্রসারিত করেই চলেছে এখন। 

ফেসবুকের এই নাম পরিবর্তনের ব্যাপারে অফিসিয়ালি কোনো ব্যাখ্যা দিতে নারাজ ফেসবুক। তবে সমস্ত তথ্য জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন। সব শেষে যদি ফেসবুকের নাম পরিবর্তন করা হয় তাহলে তার নাম কি হতে পারে? এই বিষয়ে আপনার কি মনে হয়? অবশ্যই জানাতে ভুলবেন না।

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।