অবশেষে Instagram নিয়ে আসছে এই বহুপ্রতিক্ষিত ফিচার, খুবই সুবিধা হবে সকলেরই

Instagram ShresthoTech

অপেক্ষা ছিল বহু দিনের। সকল ইনস্টাগ্রাম (Instagram) ইউজাররাই চাইতেন ডেক্সটপ ব্রাউসার থেকেও ফটো ভিডিও পোস্ট করার ক্ষমতা। কয়েক মাস ধরে এই ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও চালিয়ে যাচ্ছিল ফেসবুকের মালিকাধীনে থাকা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। অবশেষে সকলের জন্য খুব শীঘ্রই রোল আউট করে দেওয়া হতে চলেছে এই ফিচারটি।

ডেক্সটপ থেকেও ফটো-ভিডিও পোস্ট করা যাবে ইনস্টাগ্রামে 

এই কথা বলে দিতে হয়না যে ইনস্টাগ্রম বর্তমান সময়ে অত্যাধিক পাওয়ারফুল এক সোশ্যাল মিডিয়া এবং সকল ইউজারদের মধ্যে এর জনপ্রিয়তা অত্যন্ত রকমের বেশিই। বিশেষ করে যারা ফটো পোস্ট করেন। আর বর্তমান সময়ে ভিডিও যারা তৈরি করেন তাদের মধ্যেও ইন্সটাগ্রাম এর জনপ্রিয়তা ক্রমশ ঊর্ধ্বমুখী।

এই সকলের সুবিধার জন্যই ইনস্টাগ্রাম অফিশিয়ালি রোল আউট করতে চলেছে সবথেকে বেশি রিকুয়েস্ট করা এই ফিচারটি। এবার ডেক্সটপ ওয়েব ব্রাউজার থেকেও ফটো বা ভিডিও পোস্ট করার সুবিধা নিয়ে আসা হচ্ছে। নিঃসন্দেহে এটা দারুণ সুবিধাজনক ব্যাপার হবে সকল ইউজারদের জন্যই। এর ফলে ইনস্টাগ্রাম একাউন্ট শুধুমাত্র এন্ড্রয়েড ও আইওএস এ্যাপ্লিকেশনের মধ্যেই সীমাবদ্ধ রইল না। এই ফিচার রোল আউট করে দেওয়ার পর থেকে কিভাবে ব্যবহার করা যাবে সেটা জেনে নিন এখনই। 

কিভাবে ব্যবহার করবেন এই ফিচারটিকে? 

এই ফিচারটিকে ব্যবহার করার জন্য প্রথমেই ওয়েব ব্রাউজারে আপনার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে। তারপর ডানদিকে একদম উপরে মেসেঞ্জার আইকন এর পাশেই একটা + আইকন দেখতে পাওয়া যাবে। সেই আইকনটিতে ক্লিক করতে হবে। তার পরের পেজে ফটো বা ভিডিও আপলোড করার অপশন দিয়ে দেওয়া হবে। তা সিলেক্ট করে নিতে হবে। তারপর তার সাইজ, ফরমেট এবং তারই সাথে ফিল্টার অপশন বেছে নেওয়ার অপশন পেয়ে যাবেন।

এরই সাথে থাকবে এডিট অপশনও। সবশেষে আপনার প্রয়োজনীয় ক্যাপশন যোগ করে দিন এবং প্রয়োজন পড়লে লোকেশন এড করে দেওয়ার অপশন থাকবে। সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর শেয়ার অপশনে ক্লিক করে দিন। তাহলেই সেই ফটো ইনস্ট্রাগ্রামে আপলোড হয়ে যাবে। শুধু মাত্র এখানেই থেমে থাকছে না। ইন্সটাগ্রাম এর মধ্যে কোলাবরেশন এর সুবিধা বাড়িয়ে তুলতে নতুন আরও কিছু ফিচার নিয়ে আসা হচ্ছে। যেগুলো খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমাদের।

জেনেনিন : Facebook-এর নাম পরিবর্তন হতে চলেছে! এই সিদ্ধান্তে হতবাক সকলেই, জেনেনিন কি তাদের প্ল্যান

যার মধ্যে অন্যতম ফিচার হল Collab। এর সাহায্যে আপনি চাইলে অন্য কারোর সাথে কল্যাব করে আপনার ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করার জন্য একে অপরকে ইনভাইট করতে হবে প্রথমে। সেটা করা যাবে ইনস্টাগ্রামের ট্যাগিং স্ক্রিন থেকেই। এটা ছাড়াও খুব শীঘ্রই রোল আউট করে দেওয়া হবে ফান্ডরাইসিং সম্পর্কিত নতুন আরও বেশ কিছু আপডেট। এর সাহায্যে যেকোন একটি ননপ্রফিট অর্গানাইজেশন কে সিলেক্ট করে নিয়ে ফান্ডরাইজিং সম্পর্কিত পোস্ট করতে পারে যাবে ইনস্টাগ্রম ফিড এর মধ্যেই। 

কবে থেকে রোল আউট করে দেওয়া হবে এই ফিচার গুলো? 

জানা যাচ্ছে আগামীকাল থেকেই অর্থাৎ অক্টোবরের 21 তারিখ থেকেই এই সমস্ত ফিচার রোল আউট করা শুরু হবে। ধীরে ধীরে রোল আউট করে দেওয়া হবে সারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইনস্টাগ্রাম ইউজারদের মধ্যেই।

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।