লঞ্চ হয়ে গেল Vivo T1 এবং Vivo T1X স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু

Vivo-T1x

দীর্ঘ প্রতীক্ষার পর Vivo সংস্থা নিয়ে এলো তাদের প্রথম T-সিরিজের দুটি নতুন স্মার্টফোন। সম্প্রতি এবার চিনা দেশে লঞ্চ হয়ে গেলো Vivo T1 এবং Vivo T1X স্মার্টফোন। চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোন দুটির ফিচারস এবং দামের ব্যাপারে।

Vivo T1 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.67-Inch IPS LCD Display। একই সাথে রয়েছে Full HD+ Resolution এবং 120Hz Refresh Rate। এছাড়াও থাকছে Octa-Core Snapdragon 778G SoC। স্মার্টফোনটি Android 11 Origin OS উপর ভিত্তি করে পরিচালিত হবে। একই সাথে পাবেন 5,000mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জার।

এরই পাশাপাশি পাবেন 16MP সেলফি ক্যামেরা। আরও থাকছে 64MP Primary Main Camera, 8MP Ultra-Wide Lens এবং 2MP Macro Sensor। এখানেই শেষ নয় আরও রয়েছে Dual-SIM Support, 5G, Wi-Fi 6, Bluetooth v5.2, GPS, NFC, USB Type-C Port, 3.5mm Audio Jack এবং Side-Mounted Fingerprint Scanner।

Vivo T1x স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন Full HD+ রেজুলিউশন বিশিষ্ট 6.58-Inch IPS LCD Display। একই সঙ্গে পাবেন 120Hz Refresh Rate। স্মার্টফোনের মধ্যে উপস্থিত থাকছে Dimensity 900 SoC। ক্যামেরা স্মার্টফোনের গুরুত্বপূর্ণ একটি অংশ। স্মার্টফোনটিতে সেলফি হিসাবে রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা।

এরই পাশাপাশি পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা। যার মধ্যে ইনক্লুড রয়েছে 50MP Primary Main Camera এবং 2MP Secondary Lens। এখানেই শেষ নয় রয়েছে 5,000mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং সাপোর্ট। একই সাথে উভয় ডিভাইসের ক্ষেত্রেই মাল্টিটাস্কিং জন্য থাকছে Dynamic RAM ফিচার্স।

জেনেনিন : Facebook-এর নাম পরিবর্তন হতে চলেছে! এই সিদ্ধান্তে হতবাক সকলেই, জেনেনিন কি তাদের প্ল্যান

দাম কত রাখা হয়েছে?

Vivo T1 স্মার্টফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম CNY 2,199 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 25,804 টাকা। একই সাথে 8GB RAM + 256GB মডেলের দাম রাখা হয়েছে CNY 2,399 অর্থাৎ ভারতে যা 28,140 টাকার কাছাকাছি। এছাড়াও এর 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট এর জন্য আপনাকে খরচ করতে হবে CNY 2,599 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে 30,509 টাকা মতো।

অন্যদিকে Vivo T1x স্মার্টফোনটি তিনটে স্টোরেজ অপশনে উপলব্ধ রয়েছে। যার মধ্যে থাকছে 6GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ। স্মার্টফোনটির দাম শুরু হচ্ছে CNY 1,599 অর্থাৎ ভারতের বাজারে যা প্রায় 18,770 টাকার আশেপাশে।

কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?

Vivo T1 স্মার্টফোনটি Dazzling Black এবং Electric Blue এই দুটি কালার অপশনে উপলব্ধ রয়েছে। অন্যদিকে Vivo T1x স্মার্টফোনটি Sea Salt, Starry Night এবং Iridescent কালারে পাওয়া যাবে। 

কিভাবে কিনবেন এই স্মার্টফোন?

উভয় স্মার্টফোনেরই Vivo China Website-এ Pre-Ordered শুরু হয়েছে। গ্রাহকরা এটি JD.Com এবং Suning China মাধ্যমে কিনে নিতে পারবে।আমাদের দেশে স্মার্টফোনগুলো ঠিক কবে লঞ্চ হবে, তা সংস্থা অফিশিয়াল জানানোর পরেই আমরা জানতে পারবো। ডিভাইসগুলি আমাদের দেশে লঞ্চ হওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেবো!

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।