সস্তায় বাজিমাত, কেমন হবে JioPhone Next? লঞ্চের আগেই জানা গেল কনফার্ম স্পেসিফিকেশন্স Google Play Console-এর মাধ্যমে

interesting-feature-you-will-get-on-jio-phone-next
Jio Phone 5G Coming Soon (In Image Jio PhoneNext)

গত সেপ্টেম্বর মাসের 10 তারিখেই রিলায়েন্স জিও (Reliance Jio)-র পক্ষ থেকে তাদের বাজেট 4G স্মার্টফোন JioPhone Next লঞ্চ করার কথা ছিল। কিন্তু নানান কারণে সেই লঞ্চ ডেট স্থগিত করে দেওয়া হয় সেই সময়। অবশেষে এসে গেছে সেই সময়। মনে করা হচ্ছে আগামী নভেম্বর মাসেই এই স্মার্টফোনকে লঞ্চ করে দেওয়া হবে। আর লঞ্চের আগেই গুগল প্লে কনসোলের তরফ থেকে এর স্পেসিফিকেশন্স কনফার্ম ভাবে জানা গেল। জেনে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

JioPhone Next-এর স্পেসিফিকেশন্স

ডিসপ্লে হিসাবে স্মার্টফোনটিতে থাকবে 5.5 ইঞ্চির 720X1440 HD+ ডিসপ্লে। মনে করা হচ্ছে রিলায়েন্স জিও স্মার্টফোনটিকে 2GB-16GB আর তার সাথে 3GB-32GB স্টোরেজ ভেরিয়েন্ট এর সাথে বাজারে এভেলেবেল করবে। থাকবে 2500mAh-এর ব্যাটারি। আর তার সাথে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে স্মার্টফোনটির। 

জেনেনিন : Free Fire-এও চলে এল Squid Game-এর Red Light, Green Light গেমিং মোড! কিভাবে খেলবেন এখুনি জেনেনিন

মনে করা হচ্ছে রিলায়েন্স জিওর তরফ থেকে JioPhone Next-এর সেল এই বছরের নভেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে। আর তার গুগল প্লে কনসোল লিস্টিং থেকেই বোঝা যাচ্ছে প্রসেসর হিসেবে এই স্মার্টফোনে ব্যবহার করা হবে কোয়ালকমের QM215 প্রসেসর। যা থেকে মনে করা হচ্ছে এটা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 215 চিপসেট। 

যার সাথে থাকতে পারে Adreno 306 GPU। গুগোল প্লে কনসোলে স্মার্টফোনটিকে লিস্ট করা হয়েছে 2GB RAM-এর সাথে। থাকবে অ্যান্ড্রয়েড গো এডিশনও। সমস্ত কিছু মিলিয়ে এর দামও সকলের সাধ্যের মধ্যেই থাকবে এমনটাই মনে করা হচ্ছে। খুবই কম খরচে দেশের জনগণের হাতে 4G স্মার্টফোন তুলে দেওয়ায় রিলায়েন্স জিওর উদ্দেশ্য। তবে এখনো পর্যন্ত এর অফিশিয়াল দাম আমরা জানতে পারিনি। জানতে পারা যায়নি অফিসিয়াল লঞ্চ ডেটও। 

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।