Emoji-র সাথে সাথে পাওয়া যাবে Sound ও, Facebook Messenger নিয়ে এল Soundmoji

Facebook Messenger Soundmoji ShresthoTech

আপনি যদি ফেসবুক মেসেঞ্জার(Facebook Messenger) অত্যধিক রকম ভাবে ব্যবহার করেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ফেসবুক মেসেঞ্জার এর মধ্যে চলে এলো নতুন এক ফিচার। যার সাহায্যে ইমোজি(Emoji) পাঠানোর সাথে সাথে আপনি সেই ইমোজির সাথে বিশেষ শব্দ উপভোগ করতে পারবেন। আর এই ইমোজি কে বলা হচ্ছে সাউন্ডমোজি(Soundmoji)। নাম শুনেই বুঝতে পারছেন ইমোজির সাথে সাথে নির্দিষ্ট ইমোজির জন্য সাউন্ড শোনা যাবে সেখানে।

এতদিন পর্যন্ত ফেসবুক মেসেঞ্জার এর মধ্য দিয়ে আমরা শুধুমাত্র ইমোজি পাঠাতে পারতাম না। তার সাথে পাঠাতে পারতাম ফেসবুক Avatars থেকে শুরু করে স্টিকার্স এবং GIF কিন্তু এবার এর মধ্যে আরও এক নতুন ফিচার যোগ হল। ইতিমধ্যেই ক্লাপিং অর্থাৎ হাততালি দেওয়া থেকে শুরু করে ক্রিকেট, ড্রামরোল, ইভিল লাফটার ইত্যাদি ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে। 

কিভাবে Soundmoji ব্যবহার করবেন?

সাউন্ড ইমোজি ব্যবহার করার জন্য প্রথমেই আপনি আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশন আপডেট করে নিন। তারপর যাকে সাউন্ডমোজি পাঠাতে চান তার সাথে চ্যাটে চলে যান এবং সেখানে গিয়ে নিচে স্মাইলি ফেস এর উপর ট্যাপ করুন। তারপর লাউডস্পিকার আইকন টাতে ট্যাপ করে দিন। সেখান থেকে আপনি আপনার পছন্দমত সাউন্ড ইমোজি পাঠিয়ে দিতে পারবেন আপনার প্রিয়জনকে। 

জেনেনিন : Noise লঞ্চ করে দিলে ColorFit Ultra স্মার্টওয়াচ, পাবেন দারুন সমস্ত ফিচারস, দেখেনিন এর দাম ও সেল ডেট

ইতিমধ্যেই এই ফিচার রোল আউট করা শুরু করে দিয়েছে ফেসবুক। তাই আপনি আপনার ফেসবুক মেসেঞ্জার কে আপডেট করে নিন হয়তো আপনিও পেয়ে যাবেন এই সুন্দর ফিচারটি। কেমন লাগলো এই ফিচারটি আপনার? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।