ভারত সরকার তাদের আইটি রুলস নিয়ে এসেছে মে মাস থেকে। আর সেই নিয়ম অনুযায়ী 50 লক্ষের বেশি ভারতীয় ইউজার যুক্ত কোম্পানি গুলোকে প্রত্যেক মাসে একটি রিপোর্ট প্রকাশ করতে বলা হয়েছে। এই রিপোর্টকে ট্রান্সপারেন্সি রিপোর্ট(Transparency Report) বলা হচ্ছে।
এবার মে মাসের 15 তারিখ থেকে জুন মাসের 15 তারিখের রিপোর্ট প্রকাশ করল হোয়াটসঅ্যাপ(WhatsApp)। যেখানে জানা যাচ্ছে এই এক মাসের মধ্যে তারা ব্যান করেছে 20 লক্ষ 11 হাজার ভারতীয় হোয়াটসঅ্যাপ ইউজারদের একাউন্ট। এবং এই কাজটা করেছে তারা হার্মফুল বিহেভিয়ার আটকাতেই। তার মধ্যে আবার 19 লক্ষ আকাউন্টই ব্যান করা হয়েছে “automated bulk messaging” বা স্প্যামিং করার জন্য।
তবে আপনি অবাক হয়ে যাবেন যদি আপনি জানেন সারা বিশ্বজুড়ে এখন যত একাউন্ট ব্যান করা হয় তার 25 শতাংশ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে শুধুমাত্র ভারত থেকেই।WhatsApp জানিয়েছে সারা বিশ্বজুড়ে প্রত্যেক মাসে গড়ে 8 মিলিয়ন একাউন্ট ব্যান করা হচ্ছে। তার চার ভাগের এক ভাগ একাউন্ট ব্যান করা হচ্ছে ভারতবর্ষে।
তাই আপনি যদি হোয়াটসঅ্যাপে এমন কোন কাজ যদি করেন যা থেকে অন্যের ক্ষতির সম্ভাবনা হতে পারে। বা এমন কিছু যদি করেন যা ফেসবুকের মালিকাধীন থাকা এই ইন্সট্যান্ট মেসেজিং প্লাটফর্ম ক্ষতিকারক বলে মনে করে তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হতে পারে। সেজন্য সাবধান থাকুন।