Noise লঞ্চ করে দিলে ColorFit Ultra স্মার্টওয়াচ, পাবেন দারুন সমস্ত ফিচারস, দেখেনিন এর দাম ও সেল ডেট

ভারতের বাজারে একের পর এক স্মার্টওয়াচ(Smartwatch) লঞ্চ হয়ে চলেছে। দারুন সমস্ত স্পেসিফিকেশন্স পাওয়া যাচ্ছে এই স্মার্টওয়াচ গুলির মধ্যে। আজই Noise লঞ্চ করে দিল করেছিল Noise ColorFit Ultra স্মার্টওয়াচ। এর মধ্যে SpO2 মনিটরিং থেকে শুরু করে নানান স্পোর্টস মোডস (Sports Modes) সমস্ত কিছুই পাওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টওয়াচের সমস্ত স্পেসিফিকেশনস।

এই স্মার্টওয়াচের সমস্ত স্পেসিফিকেশনস

Noise ColorFit Ultra স্মার্টওয়াচের মধ্যে রয়েছে 1.75 ইঞ্চি TruView কালার ডিসপ্লে। এই স্মার্টওয়াচের বডি অ্যালুমিনিয়ামের তার সাথে পাওয়া যাবে সিলিকন স্ট্র্যাপ। আপনি যদি একজন ফিটনেস এন্থুসিয়াস্ট হয়ে থাকেন তাহলে স্মার্টওয়াচটি আপনার জন্য দারুন হতে চলেছে।

শুধুমাত্র হার্টবিট মনিটরিং নয়, তার সাথে এর মধ্যে SPO2 মনিটরিংয়ের সুবিধাও পাওয়া যাবে। এই স্মার্টওয়াচের পাওয়া যাবে অ্যাক্টিভিটি ট্রাকিংয়ের সুবিধাও। রয়েছে ক্যালোরি বার্নিং এবং ক্যালোরি ইনটেক ক্যালকুলেশনের সুবিধা। পাওয়া যাবে স্লিপ মনিটরিং, ফিমেল হেলথ ট্রাকিং। সাথে রয়েছে সিক্সটিন স্পোর্টস মোডসের অ্যাডভান্টেজ। পেয়ে যাবেন পেডোমিটার, অ্যাক্সেলেরোমিটারও। সমস্ত কিছু মিলিয়ে এই স্মার্টওয়াচ রীতিমতো চমকপ্রদ। 

জেনেনিন : অল্প দামে দারুন গেমিং হেডফোন boAt Immortal 1000D Headphones নিয়ে এল boAt, গেমারদের জন্য খুশির খবর

স্পোর্টসমোডসের কথা বলতে গেলে এর মধ্যে ক্রিকেট, বাস্কেটবল, ব্যাডমিন্টন, য়োগা থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে। এটি IP68 রেটেড। মানে এটি ডাস্ট এবং ওয়াটার রেসিস্টেন্ট। শুধু মাত্র এখানেই থেমে থাকছে না। মিউজিক কন্ট্রোল, ক্যামেরা শাটার কন্ট্রোল, ফাইন্ড মাই ফোন ইত্যাদি সমস্ত কিছুই আপনি পেয়ে যাবেন এই নতুন স্মার্টওয়াচে। 

Noise ColorFit Ultra স্মার্টওয়াচটির দাম 

Noise ColorFit Ultra স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে 4,499 টাকা। Blue, Black এবং White-এই তিনটি কালারের সাথে এই স্মার্টওয়াচ কিনতে পারা যাবে জুলাই মাসের 16 তারিখ, সকাল 10 টা থেকে।