জানা গেল Samsung Galaxy M21 2021 লঞ্চ Date, এরই পাশাপাশি Amazon মাইক্রোসাইটে প্রকাশিত হল স্পেসিফিকেশন, জেনেনিন সমস্ত কিছু

Samsung Galaxy M21 2021 ShresthoTech

Samsung সংস্থার তরফ থেকে আমরা অসাধারণ সমস্ত স্মার্টফোন ইতিমধ্যেই পেয়েছি। আরও একবার সংস্থা ভারতের বাজারে আনতে চলেছে Samsung Galaxy M21 2021 Edition স্মার্টফোন। Amazon মাইক্রোসাইটের মাধ্যমে জানানো হল স্মার্টফোনের ফিচার্স।

Samsung Galaxy M21 2021 লঞ্চ Date কবে?

প্রথমেই আমরা স্মার্টফোনের লঞ্চ Date সম্বন্ধে জানবো। স্মার্টফোনটি ভারতের বাজারে আর কিছুদিন পরেই লঞ্চ হতে চলেছে। Amazon মাইক্রোসাইটের মাধ্যমে জানা গেছে 21 ই জুলাই এটি আমাদের দেশে লঞ্চ করা হবে।  

Samsung Galaxy M21 2021 স্পেসিফিকেশন

স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 420 nits Peak Brightness যুক্ত 6.4-Inch FHD+ Super AMOLED Display। ক্যামেরা ফিচার্স হিসাবে থাকতে পারে Triple Rear Camera সেটআপ। যেখানে 48MP Primary Sensor রয়েছে। এরই পাশাপাশি থাকতে পারে Ultra-Wide-Angle lens এবং Macro/Depth Sensor। একই সঙ্গে Selfie Camera হিসাবে চিহ্নিত হয়েছে 20MP Camera।

জেনেনিন : স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাস্টমার? সাবধান হয়ে যান, এইভাবে চাইনিজ হ্যাকাররা হ্যাক করার চেষ্টা করছে আপনার অ্যাকাউন্ট 

এবার আসা যাক স্মার্টফোনের প্রসেসর ব্যাপারে। Processor হিসাবে আপনি পেয়ে যাবেন Samsung Exynos 9 Octa 9611 Chipset। ব্যাটারি স্মার্টফোনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে স্মার্টফোনের মধ্যে রয়েছে 15W Fast Charging Support বিশিষ্ট 6,000mAh অসাধারণ Battery। 

দাম কত রাখা হয়েছে?

ভারতের বাজারে 4 GB RAM এবং 128 GB Internal Storage সম্পন্ন স্মার্টফোনটির দাম রাখা হয়েছে 12,999 টাকা। লঞ্চের পরেই স্মার্টফোনটির যাবতীয় স্পেসিফিকেশন সম্বন্ধে আমরা খুঁটিনাটি তথ্য জানতে পারবো। উল্লেখিত ফিচারস থেকে এই ধারণা স্বচ্ছ যে, স্মার্টফোনটি এক কথায় দারুন হতে চলেছে।