কিভাবে হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার করবেন? WhatsApp Location Share গাইড

WhatsApp Location Share ShresthoTech
Easily Share Your Location Using WhatsApp

হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের লোকেশন শেয়ার(WhatsApp Location Share) করতে পারি। আজকের এই আর্টিকেলে আপনাদের ভালো করে জানিয়ে দেবো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনার লোকেশন শেয়ার করতে পারবেন। তার সাথে আপনার লাইভ লোকেশন(WhatsApp Live Location) কিভাবে শেয়ার করতে পারবেন সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে।

এর আগেও আমরা আপনাদের জানিয়েছিলাম কিভাবে গুগল ম্যাপ ব্যবহার করে লোকেশন শেয়ার করবেন। সেটাও কার্যকরী একটি পদ্ধতি। এবার আপনি যদি চান হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আপনার লোকেশন শেয়ার করবেন তাহলে আজকের আর্টিকেলটি অবশ্যই পড়ে নিন। 

কিভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে লোকেশন শেয়ার করবেন? 

হোয়াটসঅ্যাপ আমাদের কাছে অতি জনপ্রিয় এক অ্যাপ্লিকেশনে পরিণত হয়েছে এখন। আর এর মধ্যে নিত্যনতুন অনেক ফিচার্স আসছে। তারই মধ্যে বহু গুরুত্বপূর্ণ একটি ফিচার হল এই লোকেশন শেয়ারিং ফিচার। আপনি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার করতে চান তাহলে প্রথমেই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিন। ওপেন করে নেওয়ার পর যাকে লোকেশন পাঠাতে চাইছেন তার চ্যাট ওপেন করে নিন।

তারপরে নিচের দিকে যেখানে আমরা মেসেজ টাইপ করি তার পাশে একটা ক্লিপ আইকন(Clip Icon) রয়েছে। সেই ক্লিপ আইকনে ট্যাপ করে দিন। ট্যাপ করলেই আরেকটা মেনু(Menu) খুলে যাবে। যেখানে আমরা লোকেশন(Location) অপশন দেখতে পেয়ে যাব।

সেই লোকেশন অপশনটিতে ট্যাপ করলেই আপনার স্মার্টফোনে যদি লোকেশন অ্যাকসেসের পার্মিশন(Location Access Permission) নেওয়া না হয়ে থাকে। তাহলে পারমিশন চেয়ে নেওয়া হবে। সেই পারমিশন আপনাকে এলাও(Allow) করে দিতে হবে। 

জানেন কি : এগুলি কখনই গুগল সার্চ করবেন না, এই ধরনের Google Search আপনাকে বিপদে ফেলতে পারে

তারপর সেন্ড লোকেশন পেজ(Send Location Page) খুলে যাবে। যেখানে আপনার কারেন্ট লোকেশন(Current Location) দেখিয়ে দেওয়া হবে। এবং নিচে বেশ কয়েকটি অপশন পেয়ে যাবেন। দেখুন শেয়ার লাইভ লোকেশন(Share Live Location) অপশন রয়েছে। এর ফলে আপনি কোন জায়গায় রয়েছেন। আর আপনি জায়গা চেঞ্জ করলেও আপনার লোকেশনটা এগজ্যাক্টলি দেখিয়ে দেওয়া হতে থাকবে আপনি যার সাথে শেয়ার করবেন তাকে। 15 মিনিট, 1 ঘন্টা এবং 8 ঘন্টার জন্য এই লাইভ লোকেশন আপনি শেয়ার করে দিতে পারবেন। 

আর তার নিচে দেখুন সেন্ড ইউর কারেন্ট লোকেশন(Send Your Current Location) রয়েছে। এই অপশনটি ট্যাপ করলে আপনার বর্তমান লোকেশন যেখানে সেই লোকেশনটা পাঠিয়ে দেওয়া হয়ে যাবে। শুধুমাত্র তাই নয় তার নিচে আপনার কাছাকাছি বিশেষ কিছু জায়গার লোকেশন দেওয়া থাকবে। আপনার প্রয়োজন পড়লে সেই জায়গাগুলোতে ট্যাপ করে সঙ্গে সঙ্গে সেই জায়গার লোকেশন পাঠিয়ে দিতে পারবেন। 

জানেন কি : কিভাবে নিজের WhatsApp একাউন্ট সুরক্ষিত রাখবেন? জেনেনিন খুঁটিনাটি বিস্তারিত ভাবে আর সিকিউর থাকুন

হোয়াটসঅ্যাপের এই লোকেশন শেয়ারিং অতি গুরুত্বপূর্ণ একটি ফিচার। এই ফিচার ব্যবহার করে আপনি নির্ভাবনায় আপনার লোকেশন শেয়ার করতে পারবেন আপনার প্রিয়জনদের সাথে। তার সাথে আপনার প্রিয়জনদের এই পদ্ধতি অবলম্বন করে তাদের লোকেশনও শেয়ার করতে অনুরোধ করতে পারবেন আপনি। 

আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে এখনই শেয়ার করে দিন এবং কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জিজ্ঞাসা করতে ভুলবেন না। শ্রেষ্ঠ টেক-এর সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়া গুলি তে অবশ্যই যুক্ত হয়ে যান।