ভারতের বাজারে আজ Realme সংস্থা নতুন সাবব্র্যান্ড Dizo তার প্রথম স্মার্টওয়াচ লঞ্চ করে দিলো। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে Realme Link app সাহায্যে এর যাবতীয় খুঁটিনাটি বিষয় পরিচালনা করা যাবে। Dizo Watch টি Realme এর নতুন “TechLife” ইকোসিস্টেমের অংশ। চলুন জেনে নেওয়া যাক কেমন ফিচারস রয়েছে।
DIZO Watch স্পেসিফিকেশনস কেমন রয়েছে?
এই স্মার্টওয়াচের মধ্যে রয়েছে 1.4 Inch Touchscreen Display। এছাড়াও আপনি পেয়ে যাবেন 323 ppi Pixel ডেনসিটি এবং 600 nits Peak Brightness। আরও পাবেন 30 fps Refresh Rate। একই সাথে এর মধ্যে IP68 Dust Resistant সুবিধা উপস্থিত রয়েছে। Apple Watch যেভাবে Dial Photo গুলি Personalise করার সুবিধা দেয় ঠিক তেমনই সুবিধা এই স্মার্টওয়াচের মধ্যেও রয়েছে।
এরই পাশাপাশি এটির মধ্যে ইনক্লুড রয়েছে 90 টি Sport Modes যার মধ্যে রয়েছে Walking, Running, Cycling, Spinning, Basketball, Yoga, Rowing, Hiking, Elliptical, Cricket, Strength Training এবং Free Workouts। এছাড়াও Heart Rate Monitoring, SpO2 Blood Oxygen level, Calorie Consumption Level এটির মাধ্যমে জেনে নেওয়ার সুবিধা থাকছে।
জেনেনিন : এবার OnePlus-এর এই স্মার্টফোন ব্লাস্ট করলো, উঠে আসছে এমনই অভিযোগ, দুশ্চিন্তার বিষয় সকলের জন্যই
সবশেষে আমরা জেনে নেবো এর ব্যাটারির ব্যাপারে। এটির মধ্যে রয়েছে 315 mAh Battery যা সংস্থা দাবি করেছে 12 দিন ব্যাটারি পারফরম্যান্স প্রদান করবে। এর সাথে পাবেন Magnetic Charging সুবিধা। এছাড়াও থাকছে Bluetooth 5.0 সাপোর্ট। পুরুষ এবং মহিলা উভয়েই নিঃসন্দেহে এই স্মার্টওয়াচ ব্যাবহার করতে পারবেন।
দাম কত রাখা হয়েছে?
গ্রাহকদের কথা মাথায় রেখে ভারতের বাজারে DIZO Watch দাম রাখা হয়েছে 3,499 টাকা। স্মার্টওয়াচটি Flipkart এবং Realme অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিনে নেওয়া যাবে।
এই স্মার্টওয়াচটি আপনি সূর্যের আলোতেও দারুণভাবে ব্যবহার করতে পারবেন। Outdoor ব্যবহারের ক্ষেত্রে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না আপনাকে, এমনটাই সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে।