Fitbit Luxe, Luxe স্পেশাল এডিশন ফিটনেস ট্র্যাকারটি আগেই উন্মোচন করা হয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে আজই লঞ্চ করা হয়েছে এই ফিটনেস ব্রেসলেট। আমাদের দেশে ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গিয়েছে। চলুন দেখে নেওয়া যাক কেমন স্পেসিফিকেশন রয়েছে।
Key ফিচার্স কেমন রয়েছে?
এই Fitness Tracker মধ্যে রয়েছে AMOLED Colour Display। এটিতে ডিসপ্লে ব্রাইটনেস এবং Customisable Watch Faces অটোমেটিক অ্যাডজাস্টেবল। একই সাথে এর মধ্যে Health এবং Fitness ফিচারস উপলব্ধ রয়েছে যার মধ্যে আপনি 24×7 Heart Rate Tracking, SpO2 Blood Oxygen Monitoring, Breath Rate Tracking করতে পারবেন।
Fitbit Luxe তে 20 টিরও বেশি ম্যানুয়ালি Exercise Modes উপস্থিতি রয়েছে। সাঁতারের সময় এটি ব্যবহারের ক্ষেত্রে আপনি 50m পর্যন্ত Water Resistance এর সুবিধা পেয়ে যাবেন। একই সাথে এটির মধ্যে Stress Management Tool, Sleep Tracking Mode মতো অসাধারণ ফিচারস ইনক্লুড রয়েছে। এরই পাশাপাশি আপনার সারাদিনের ঘুম এটির মাধ্যমে ট্র্যাক করা সম্ভব।
আপনার স্মার্টফোনের সাথে এটি যুক্ত করে যে কোন নোটিফিকেশন Luxe ফিটনেস ব্রেসলেটের ডিসপ্লের মাধ্যমে আপনি পর্যবেক্ষণ করতে পারবেন।এছাড়াও এটিতে আপনি Alarm সেট করতে পারবেন। ঠিক কত mAh ব্যাটারি রয়েছে তা এখনো জানা যায়নি। তবে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আপনি এতে সিঙ্গল চার্জে 5 দিনের ব্যাটারি পারফরম্যান্স পেয়ে যাবেন। এক কথায় বলা যায় আমাদের দেশে এটি Premium Fitness Tracker।
Fitbit Luxe, Luxe স্পেশাল এডিশন Fitness Tracker দাম কত?
Fitbit Luxe Fitness Tracker জন্য আপনাকে খরচ করতে হবে 10,999 টাকা। এটি তিনটি কালারে উপলব্ধ, যার মধ্যে রয়েছে Lunar White Band যুক্ত Soft Gold Stainless Steel Body, Black Band যুক্ত Graphite Stainless Steel Body এবং Orchid Band যুক্ত Platinum Stainless Steel Body।
অন্যদিকে Luxe Special Edition Tracker টি Soft Gold Stainless Steel body এবং Gorjana Parker Link উপলব্ধ রয়েছে। ভারতের বাজারে Luxe Special Edition Tracker এর মূল্য নির্ধারণ করা হয়েছে 17,999 টাকা।
এছাড়াও অন্যত্র Classic এবং Woven Band কিনে নিতে পারবেন যার জন্য আপনাকে খরচ করতে হবে 2,499 টাকা এবং Gorjana Parker Link জন্য আপনাকে দিতে হবে 5,499 টাকা। এই Band গুলি সমস্ত Offline এবং Online Retail Outlets পাওয়া যাবে। কেমন লাগলো আপনার এই নতুন প্রোডাক্ট? জানাতে ভুলবেন না।