এবার OnePlus-এর এই স্মার্টফোন ব্লাস্ট করলো, উঠে আসছে এমনই অভিযোগ, দুশ্চিন্তার বিষয় সকলের জন্যই

এর আগে আমরা দেখেছিলাম Redmi 9 Pro/Pro Max আগুন ধরে গিয়েছিল। ফেটে গিয়েছিল সেই ইউনিট। এবার তেমনই এক কাণ্ড ঘটে গেল ওয়ানপ্লাস (OnePlus)-এর এক স্মার্টফোনের ক্ষেত্রে। 

এই বিষয়ে বিস্তারিত জানিয়ে অংকুর শর্মা টুইটারে পোস্ট করেছিলেন। তার বাড়ি ব্যাঙ্গালুরুতে। তিনি জানিয়েছেন একদিন সকালে তিনি তাঁর স্ত্রীর সাথে সাইক্লিংয়ে গিয়েছিলেন। আর সেই সময়ে তাদের কাছে ছিল মাত্র পাঁচ দিনের পুরনো OnePlus Nord 2। যেটা ব্লাস্ট করে যায় এবং তার ভিতর থেকে ধোঁয়া বেরিয়ে আসতে থাকে। 

তিনি এটাও জানা নেই ব্লাস্ট এর ফলে তার স্ত্রী এক অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি ট্রমাতে চলে যান। আর এই টুইট দেখেই হইচই পড়ে যায় সকলের মধ্যে। যদিও পরবর্তীকালে তিনি সেই টুইট ডিলিট করে দেন। পরবর্তীকালে লেটস গো ডিজিটাল এর মাধ্যমে তিনি ফেটে যাওয়া OnePlus Nord 2 এর ছবি পোস্ট করেন। যেটা দেখে শকড হয়েছেন সকলেই। 

স্মার্টফোনটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে সেটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে এখন। তার ডিসপ্লে থেকে শুরু করে ব্যাক প্যানেল সমস্ত কিছু পুড়ে গেছে এমনটাই মনে হচ্ছে দেখে। মনে হচ্ছে যে ডিভাইসে ভেতর থেকেই ফেটেছে এমনটাই দাবি করেছেন লেটস গো ডিজিটাল। 

জেনেনিন : আপনার স্মার্টফোন হ্যাক হওয়া থেকে রক্ষা করুন, এই সহজ কাজটি করে হ্যাকারদের মুখে ঝামা ঘষে দিন!

তবে এখনও পর্যন্ত শুধুমাত্র একটাই OnePlus Nord 2 ব্লাস্ট হওয়ার খবর এসেছে সেটাই মঙ্গল। তবে ওয়ানপ্লাসও এই বিষয়ে উত্তর দিতে দেরী করেনি। তারা খুব দ্রুত জানিয়েছে যে এই বিষয়ে তারা সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দেবে অংকুর কে। তাকে বলা হয় তাদের সাথে ডাইরেক্ট মেসেজে কন্টাক্ট করে নিতেও। যার ফলে খুব দ্রুত এই ঘটনার সমাধান বা নিষ্পত্তি বার করে নিয়ে আসবেন তারা।

এই ধরনের ঘটনা রীতিমতো দুশ্চিন্তার বিষয় সকলের জন্যই। এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই জানাতে ভুলবেন না। আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন সর্বদা সতর্ক ভাবেই ব্যবহার করুন। সাবধানতার মার নেই।