ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Tecno POVA 2 স্মার্টফোন। আর তারই সাথে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম ইতিমধ্যেই আমরা জানতে পেরে গেছি। চলুন জেনে নেওয়া যাক কেমন এই স্মার্টফোন।
Tecno POVA 2 স্পেসিফিকেশনস
সর্বপ্রথম ডিসপ্লে ব্যাপারে জেনে নেওয়া যাক। এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.9-Inch FHD+ Dot Display। একই সাথে প্রসেসর হিসাবে পাবেন MediaTek Helio G85 Processor। স্মার্টফোনটি Android 11 দ্বারা পরিচালিত।
ক্যামেরা স্মার্টফোনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ। রয়েছে 48MP Primary Sensor, 8MP Secondary লেন্স এবং দুটি 2MP Sensor। অন্যদিকে এর মধ্যে সেলফি নেওয়ার জন্য রয়েছে 8MP ক্যামেরা।
এছাড়াও স্মার্টফোনের মধ্যে রয়েছে 7,000mAh Battery। একই সাথে রয়েছে 18W ফাস্ট চারজিং সুবিধা। এখানেই শেষ নয় আরও পাবেন 4G LTE, Dual-Band Wi-Fi, Bluetooth 5.1, GPS এবং USB Type-C পোর্ট। সিকিউরিটি হিসাবে পাবেন Side-Mounted Fingerprint Sensor।
দাম কত রাখা হয়েছে?
Tecno POVA 2 স্মার্টফোনটি আপনি দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। যার 4GB+64GB জন্য আপনাকে খরচ করতে হবে 10,999 টাকা। অপরদিকে 6GB+128GB মডেলের দাম রাখা হয়েছে 12,999 টাকা। প্রয়োজনে আপনি microSD ব্যাবহার করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। উল্লেখিত স্মার্টফোন আপনি ভারতের বাজারে Silver, Black, এবং Blue এই তিনটি কালার অপশনে পেয়ে যাবেন।
সেল Date কবে?
আগামী আগস্ট মাসের 5 তারিখ 12 AM থেকে সেল শুরু হবে। গ্রাহকদের সুবিধার্থে Amazon প্ল্যাটফর্ম সাইটে এই স্মার্টফোন উপলব্ধ হবে। এছাড়াও স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে Amazon Coupon মাধ্যমে আপনি পেয়ে যাবেন 500 টাকা ডিসকাউন্ট। এই নিয়ে কোনো সন্দেহ নেই যে, এমন অসাধারণ স্মার্টফোন গ্রাহকদের নিশ্চিত মন জয় করবে।
কেমন লাগলো এই স্মার্টফোনটি আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না। সমস্ত গুরুত্বপূর্ণ লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, আর শ্রেষ্ঠ থাকুন।