মাত্র 23,999 টাকাতে কিনে নিতে পারবেন OnePlus Nord CE 5G স্মার্টফোন, এই হিউজ ডিসকাউন্ট মিস করবেন না

oneplus nord ce 5g battery and charger information shared by oneplus

যদি আপনি OnePlus Nord CE 5G স্মার্টফোন নিয়ে আগ্রহী হন বা স্মার্টফোনটি কেনার কথা ভেবে থাকেন তাহলে এটাই আপনার জন্য সঠিক সময়। কারণ আমরা আপনাকে জানাতে চলেছি মাত্র 23,999 টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে OnePlus Nord CE 5G স্মার্টফোন। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কিভাবে এত কম দামে পাওয়া যাবে স্মার্টফোনটি। 

23,999 টাকায় পাওয়া যাবে OnePlus Nord CE 5G স্মার্টফোন, এখুনি জেনেনিন পদ্ধতি

এই অফারটি উপভোগ করার জন্য আপনাকে সর্বপ্রথম একজন ICICI Bank গ্রাহক হতে হবে নতুবা এই সুবিধা আপনি উপভোগ করতে পারবেন না। এরপর চলে যান OnePlus.in অফিশিয়াল ওয়েবসাইটে এবং সেখান থেকেই স্মার্টফোনটি অর্ডার করেনিন। 

তারপর পেমেন্টের সময় ICICI Credit Card অথবা ICICI Debit Card ব্যবহার করুন। এছাড়াও Amazon.in তরফ থেকেও রাখা হয়েছে এই একই ডিসকাউন্ট। Amazon Pay ICICI Credit Card হোল্ডারদের ক্ষেত্রেও একই সুবিধা প্রযোজ্য।

কতদিন চলবে এই অফার?

ভারতের বাজারে গ্রাহকরা এই অসাধারণ অফারটি এই বছরের শেষ অর্থাৎ 31 শে ডিসেম্বর পর্যন্ত নির্ভাবনায় উপভোগ করতে পারবেন। তবে দেরি না করে অতি সত্ত্বর ভিজিট করুন উল্লেখিত অফিশিয়াল অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি।

কোন কোন স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই অফার?

OnePlus Nord CE স্মার্টফোনটি তিনটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ রয়েছে। যার মধ্যে থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 128GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ।

জেনেনিন : লঞ্চ হয়ে গেল Infinix InBook X1 এবং InBook X1 Pro, জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম এবং সেল ডেট বিস্তারিত ভাবে

তবে আর্টিকেলটি লেখার সময় স্মার্টফোনের বেস ভেরিয়েন্ট Out Of Stock রয়েছে। যদিও 8GB + 128GB মডেলটি 23,499 টাকায় এবং 12GB + 256GB মডেলটি 26,499 টাকায় বিক্রি হচ্ছে। চলুন এবার স্মার্টফোনের স্পেসিফিকেশন্স দিকে এগিয়ে যাওয়া যাক।

OnePlus Nord CE 5G স্পেসিফিকেশন্স কেমন?

স্মার্টফোনটির মধ্যে রয়েছে 6.43-Inch FHD+ Fluid AMOLED Display। একই সাথে থাকছে 90Hz Refresh Rate। এছাড়াও পাবেন Adreno 619 GPU বিশিষ্ট Octa-Core Qualcomm Snapdragon 750G Processor। স্মার্টফোনটিতে পাওয়া যাবে 64MP + 8MP + 2MP ট্রিপল ক্যামেরা সেটআপ। আরও রয়েছে 16MP সেলফি তোলার সুবিধা।

এখানেই শেষ নয় পাবেন 4500mAh ব্যাটারি। স্মার্টফোনটি OxygenOS 11 Android 11 উপর নির্ভর করে পরিচালিত হবে। এরই পাশাপাশি ইনক্লুড থাকছে  5G, 4G, VoLTE, Dual-Sim, Dual-Band Wi-Fi 802.11 ac, GPS, Bluetooth 5.1, USB Type-C পোর্ট এবং NFC সুবিধা। সিকিউরিটি সিস্টেম হিসেবে পাওয়া যাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই অফার একদমই মিস করবেন না।